ইসলামী ব্যাংক হাসপাতালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দোয়া মাহফিল

ক্রাইমবার্তা রিপোট:ফিরোজ হোসেন ঃ বঙ্গ বন্ধুর জন্মদিন বাংলাদেশের খুশির দিন ” এই সেøাগানকে  সামনে রেখে  ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেড এর উদ্যোগে ১৭ মার্চ ২০১৭ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও খাদ্য বিতরন করা হয়েছে। শুক্রবার দুপুর দুইটায় ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল ভবনে এ দোয়া মাহফিল ও রোগীদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়। 24দোয়া মাহফিলে ডাঃ মো. রুহুল আমিন এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে ব্ক্তব্য  রাখেন   প্রশাসনিক কর্মকর্তা মো. হামিদুল ইসলাম খান । আরও বক্তব্য রাখেন সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো.আনোয়ারুল হোসাইন শিমুল , হিসাব কর্মকর্তা শেখ শরিফুল আওয়াল ,মার্কেটিং ইনচার্জ আবু হেনা মোস্তফা কামাল, সিসটার ইনচার্জ রওশনারা। অনুষ্ঠানের শুরুতে কোরান তেলাওয়াত করেন  সাংবাদিক হাফেজ শেখ কামরুল ইসলাম। আলোচনা সভায় বক্তারা বলেন জাতীর জনকের জন্ম না হলে হইত বাংলাদেশ বিশ্বের দরবারে পরিচয় লাভ করত না। বঙ্গবন্ধু সব সময় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে নিজের জীবন বাজী রেখে সংগ্রাম করে গেছেন। বক্তারা আরোও বলেন যে মানুষটি দেশের মানুষের স্বার্থের জন্য পুজীবাদী শাসক গোষ্ঠীরে বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম করেছিল তার চেতনা আজকের শিশুদের মাঝে তুলে ধরতে হবে। তার মত দেশ প্রেমিক হিসেবে শিশুদের  গড়ে তুলতে শিক্ষক, অভিভাবকদের ভুমিকা রাখতে হবে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ফিরোজ হোসেন ।

Check Also

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।