প্রথম প্রহরে শিশু দিবসে এতিম শিশুদের নিয়ে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটলেন এমপি রবি

ক্রাইমবার্তা রিপোট:ফিরোজ হোসেন : সাতক্ষীরায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০১৭ উপলক্ষে ১৭-ই মার্চ প্রথম প্রহরে ১২টা ১ মিনিটে সাতক্ষীরা শিশু পরিবারের এতিম শিশুদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিনের কেক কাটলেন সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০১৭ উপলক্ষে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় তিনি বলেন, যে মানুষটির জন্ম না হলে এই বাংলাদেশের জন্ম হতো না। সেই মহান নেতার আজ জন্মদিন। তাই এই দিনটিকে জাতীয় শিশু দিবস ঘোষণা করা হয়েছে। তার এ ঋণ বাঙালী জাতি কোনদিন শোধ করতে পারবেনা। বঙ্গবন্ধু শিশুদের খুব ভালবাসতেন। এতিম শিশুদের উদ্দেশ্যে বলেন, তোমরা তার আত্ম জীবনী পড়বে এবং তার দেশ প্রেম, আত্মত্যাগ ও স্বাধীনতার সঠিক ইতিহাস সম্পর্কে জ্ঞান অর্জন করবে। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক দেবাশিষ সরদার, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা পৌর কাউন্সিলর জ্যোৎন্সা আরা, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবু জাফর মো. আসিফ ইকবাল, শহর সমাজসেবা অফিসার শহিদুর রহমান, সদর উপজেলা সমাজসেবা অফিসারমো.রোকনুজ্জামান প্রমুখ।

17

কেক কাটছেন মীর মোস্তাক আহমেদ রবি এমপিসহ অতিথিবৃন্দ। সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

ফিরোজ হোসেন : ‘বঙ্গবন্ধুর জন্মদিন বাংলাদেশের খুশির দিন’ এই প্রতিপাদ্যকে সামনে
রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস-২০১৭ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, শিশু সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনাসভাস্থলে গিয়ে মিলিত হয়। জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য বীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. আলতাফ হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ.এন.এম মঈনুল ইসলাম, সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ তেীহিদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এফ.এম এহতেশামূল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অরুন কুমার মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার কে.এম আরিফুল হক, সহকারি পুলিশ সুপার মেরিনা আক্তার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন (মশু), সদর উপজেলা নির্বাহী অফিসার
মোহাম্মদ নূর হোসেন সজল প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম
সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাতক্ষীরা মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, সাতক্ষীরা পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ জি.এম আজিজুর রহমান, সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. মোদাচ্ছের আলী, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম আব্দুল্লাহ আল-মামুন, জেলা শিক্ষা অফিসার ফরিদুল ইসলাম, সাতক্ষীরা জেলার আবু জাহেদ, জেলা তথ্য অফিসার শাহানওয়াজ করিম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবু জাফর মো. আসিফ ইকবাল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান, জেলা স্কাউটস্ধসঢ়; এর সম্পাদক এম. ঈদুজ্জামান ইদ্রিস, জেলা শ্রমিলীগ নেতা শেখ তহিদুর রহমান ডাবলু, জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব শেখ মোসফিকুর রহমান মিল্টনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Check Also

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।