বাবার সামনেই দুই মেয়েকে ‘গণধর্ষণ’, আটক ৫

ক্রাইমবার্তা ডেস্ক রিপোট:ভারতের গুজরাট রাজ্যে দুই মেয়েকে গণধর্ষণের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : এনডিটিভি

ভারতের গুজরাট রাজ্যর দাহোদ জেলায় বাবার সামনেই দুই মেয়েকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। চলন্ত গাড়ির ভেতরে ওই মেয়েদের ধর্ষণ করে ছয় ব্যক্তি। স্থানীয় সময় মঙ্গলবার ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সঙ্গে জড়িত ১৩ ব্যক্তির মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে কুমাত বারিয়া ও গোপসিং বারিয়া নামের দুই ব্যক্তি বাবাসহ ওই দুই মেয়েকে ভূতপাগলা গ্রামের তাদের নিজ দোকান থেকে অপহরণ করে। তারপর তাদের একটি গাড়িতে তুলে ধর্ষণ করা হয়।

ধর্ষণের শিকার ওই দুই মেয়ের বাবা জানান,  প্রতিশোধ নিতেই তাঁর মেয়েদের ধর্ষণ করা হয় বলে জানিয়েছে কুমাত বারিয়া।  পরে তাদের মান্দাভ নামে একটি গ্রামের কাছে নামিয়ে দেওয়া হয়। সে সময় পুলিশের কাছে গেলে ফল ভালো হবে না বলে হুমকি দেয় কুমাত। অভিযুক্তদের মধ্যে চারজন মোটরসাইকেলে করে তাঁদের গাড়ির পেছনে পাহারা দিচ্ছিল বলে জানান তিনি।

উপপরিদর্শক ডিজি রাভাল জানান, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমাত বারিয়া, গানপাত বারিয়া, নারভাত বারিয়া, সুরেশ নাইক ও গোপসিন বারিয়া। অভিযুক্ত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ধর্ষণের শিকার ওই দুই মেয়েকে দেবগার্থ বারিয়া নামক এলাকায় একটি সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।

Check Also

ঢাকা প্রসঙ্গে বদলাতে পারে ভারতের পররাষ্ট্রনীতি

পাঁচ দশকের বিরতির পর গত মাসে বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামে একটি পাকিস্তানি পণ্যবাহী জাহাজ ডক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।