সিরিয়ায় মসজিদে বোমা, নিহত ৪২

ক্রাইমবার্তা ডেস্ক রিপোট:সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা আল-জিনা গ্রামে একটি মসজিদে বিমান হামলায় অন্তত ৪২ জন নিহত হয়েছেন।
13

যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বৃহস্পতিবার জানায়, মাগরিবের নামাজের জন্য জড়ো হওয়া মুসল্লিদের ওপর হামলা চালানো হয়। এতে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। খবর রয়টার্সের।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট বৃহস্পতিবার সিরিয়ার ইদলিব প্রদেশে জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে।

তবে মসজিদে হামলার বিষয়টি এই সামরিক জোট অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্রের সেনা কমান্ডার তাদের হামলায় বেসামরিক কোনো লোক হতাহত হয়েছে কিনা তা স্পষ্ট করেননি।

তবে একই সময় আলেপ্পো ও ইদলিবে সিরিয়ার সরকারি বাহিনী এবং রাশিয়ার নেতৃত্বে বিমান হামলার ঘটনা ঘটেছে। কিন্তু মসজিদে হামলার দায় কোনো পক্ষই স্বীকার করছে না।

Check Also

ঢাকা প্রসঙ্গে বদলাতে পারে ভারতের পররাষ্ট্রনীতি

পাঁচ দশকের বিরতির পর গত মাসে বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামে একটি পাকিস্তানি পণ্যবাহী জাহাজ ডক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।