সরকার জঙ্গিবাদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে : আমির খসরু

ক্রাইমবার্তা রিপোট:বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরি বলেছেন, সরকার নিজেদের বৈধতার প্রশ্নে বিদেশীদের সমর্থন আদায়ে জঙ্গিবাদকে হাতিয়ার হিসেবে ব্যাবহান করছে। তারা জঙ্গিবাদকে রাজনৈতিক মূলধন হিসেবে ব্যবহার করছে।

আজ শনিবার দুপুরে রাজধানীর ফটোজার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী সমাজকল্যাণ দলের উদ্যোগে এই সভা হয়। এতে বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, কাদের গনি চৌধুরি প্রমুখ।
আমির খসরু বলেন, সরকার প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে নতুন নতুন ইস্যু তৈরী করে জনদৃষ্টিকে ভিন্ন দিকে নিতে চায়। সরকারের চলমান জঙ্গিবিরোধী অভিযানে জনগনের বিশ্বাস নেই বলে তিনি মন্তব্য করেন।
আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন এখন সময়ের দাবি। কিন্তু জনগণকে বাইরে রেখে ফের একতরফা নির্বাচনের ষড়যন্ত্র হলে তা প্রতিহত করা হবে। যারা বিএনপির নিবন্ধন বাতিলের ভয় দেখাচ্ছেন তারা ভুল বলছেন। আমার নিবন্ধন নিয়ে চিন্তিত নই।

Check Also

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করেননি সমাজী

জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ জনকে আন্তর্জাতিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।