ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক :ট্রাম্প প্রশাসন তাদের সংশোধিত ভ্রমণ নিষেধাজ্ঞার ওপর মেরিল্যান্ড আদালতের স্থগিতাদেশের বিরুদ্ধে শুক্রবার আপিল করেছে। মুসলিম প্রধান ছয়টি দেশের অভিবাসন প্রত্যাশী ও ভ্রমণকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে সাময়িক স্থগিতাদেশ পুনর্বহাল করার লক্ষ্যে প্রেসিডেন্ট সর্বশেষ এ নির্বাহী আদেশ জারি করেন।
মেরিল্যান্ড ও হাওয়াইয়ের আদালত হোয়াইট হাউজের জারি করা নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা স্থগিত করার দু’দিন পর মেরিল্যান্ডের গ্রীনবেল্টে ডিস্ট্রিক আদালতে মার্কিন বিচার বিভাগ এ আপিল আবেদন করে। উভয় আদালতের রায়ে ট্রাম্পের এ নির্বাহী আদেশকে মুসলমানের বিরুদ্ধে পক্ষপাতমূলক হিসেবে উল্লেখ করা হয়। এ মামলা এখন ভার্জিনিয়ার রিচমন্ডে ফেডারেল আপিল আদালতে যাচ্ছে।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিশ্বের উগ্রবাদ দমনে ভ্রমণ নিষেধাজ্ঞার প্রয়োজন রয়েছে।
উল্লেখ্য, গত জানুয়ারি মাসে ট্রাম্প প্রথম দফায় মুসলিম প্রধান সাতটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন। সে নিষেধাজ্ঞাও আদালত আটকে দেয়।