ক্রাইমবার্তা রিপোট:শাহ আলম,কালিহাতী প্রতিনিধি : গরম মৌসুম কে কেন্দ্র করে অধিক মুনাফার লোভে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা নিউ নুপুর আইসক্রীম ফ্যাক্টরিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে দেয়ালের রং ও কাপড়ের রং দিয়ে ভেজাল আইসীক্রম তৈরীর অভিযোগ উঠেছে। শিশু কিশোরদের নজর কারা চটকদার দাম ও রং বেরংয়ের প্যাকেট করে ভেজাল আইসক্রীম তৈরী করে বাজারজাত করছে এলেঙ্গা নিউ নুপুর আইসক্রীম ফ্যাক্টরির মালিক অসাধু ব্যবসায়ী বাদশা মিয়া(৩০)। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক আইসক্রীম ফ্যাক্টরির কর্মচারী জানান, বিশেষ করে নারিকেল আইসক্রীমে মিশানো হচ্ছে দেওয়ালের সাদা চক পাউডার ও টক আইসক্রীমে মিশানো হচ্ছে কাপড়ের রং। এলাকাবাসীর অভিযোগ,প্রশাসনের আইনের প্রয়োগ না থাকায় নির্বিগ্নে এলেঙ্গা নিউ নুপুর আইসক্রীম ফ্যাক্টরিতে প্রতিদিন তৈরী হচ্ছে ভেজাল আইসক্রীম। এ সকল ভেজাল আইসক্রীম খেয়ে স্কুল কলেজগামী অনেক শিক্ষার্থীসহ নানান বয়সের মানুষ নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, এলেঙ্গা নিউ নুপুর আইসক্রীম মিলে কাঁদা পানিতে ভরপুরসহ জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর শিল্প কারখানার ও কাপড়ে ব্যবহারের বিভিন্ন ধরনের অনুমোদনবিহীন রং, স্যাকারিন ও কৃত্রিম সুগন্ধি জাতীয় উপাদান দিয়ে আইসক্রীম তৈরী করা হচ্ছে। এ ব্যাপারে আইসক্রীম মিলে বসে থাকা মিল মালিক বাদশা মিয়ার বাবা জাফর আলী বলেন আমরা আইসক্রীমে কোন ধরনের রং ব্যবহার করি না। একটু পরেই ওই ফ্যাক্টরির ড্রাইভার আলমগীর (২২)কে অনুমোদনবিহীন রং ব্যবহারের কথা জানতে চাইলে অনুমোদনবিহীন ভেজাল রং ব্যবহার করেন বলে তিনি সত্যতা স্বীকার করেন। এ ব্যাপারে এলেঙ্গা নিউ নুপুর আইসক্রীম ফ্যাক্টরির মালিক অসাধু ব্যবসায়ী বাদশা মিয়াকে ভেজাল আইসক্রীম তৈরীর বিষয়ে মুঠো ফোনে জানতে চাইলে তিনি বলেন ভাই দেখা করেন ।
Check Also
আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …