‘জঙ্গি’ হামলা জাতীয় নির্বাচনের অন্তরায় : কাদের

ক্রাইমবার্তা রিপোট:জাতীয় নির্বাচনের জন্য ‘জঙ্গী’ হামলা অন্তরায় বলে মনে করছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি মিলনায়তনে যক্ষ্মা সম্মেলনের অধিবেশেনে বক্তব্যকালে তিনি একথা বলেন।

রাজধানীর আশকোনা ও খিলগাঁওয়ে উগ্রবাদী হামলার বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, যেহেতু দেড় বছর পর দেশে জাতীয় নির্বাচন। এই নির্বাচনের জন্য এই ধরনের হামলা অবশ্যই অন্তরায়।

‘জঙ্গি’ দমনে দলমত নির্বিশেষে সবাইকে এগিতে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশ এভাবে উপর্যুপরি নাশকতার কবলে পড়লে আপনি-আমি কেউই নিরাপদ নই।

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার ষড়যন্ত্র থেকে এই ধরনের হামলা হচ্ছে বলেও মনে করেন ওবায়দুল কাদের।

Check Also

ঢাকা প্রসঙ্গে বদলাতে পারে ভারতের পররাষ্ট্রনীতি

পাঁচ দশকের বিরতির পর গত মাসে বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামে একটি পাকিস্তানি পণ্যবাহী জাহাজ ডক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।