নওগাঁয় ছেলের হাতে মা ‘খুন’

ক্রাইমবার্তা রিপোট:নওগাঁর মান্দা উপজেলায় গতকাল রাতে ছেলের হাতে এক বৃদ্ধা খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

নওগাঁর মান্দা উপজেলায় ছেলের হাতে এক বৃদ্ধা খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার পরানপুর ইউনিয়নের সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নারী ওই গ্রামের প্রয়াত গিয়াস উদ্দিনের স্ত্রী আকলিমা বিবি (৫৫)। তাঁকে হত্যায় সন্দেহভাজন ছেলের নাম আশরাফুদ্দৌলা ওরফে লাইট।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, পারিবারিক বিরোধের জেরে মা-ছেলের মধ্যে শুক্রবার দিনভর ঝগড়া-বিবাদ চলে। রাতে খাওয়া-দাওয়া করে আকলিমা বিবি শয়নকক্ষে ঘুমানোর জন্য যান। এ সময় ছেলে আশরাফুদ্দৌলা ওরফে লাইট মায়ের ঘরে প্রবেশ করেন। পরে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেন তাঁর মা আকলিমা বিবিকে।

ওসি আনিছুর আরো জানান, খবর পেয়ে ঘটনাস্থল  থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় নিহত নারীর আরেক ছেলে আশরাফুদ্দৌলা ওরফে সুইট বাদী হয়ে মান্দা থানায় একটি হত্যা মামলা করেন।

স্থানীয় পরানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইলিয়াস আলী খান জানান, মাকে হত্যার পর ছেলে আশরাফুদ্দৌলা রাতেই মান্দা থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। তবে পুলিশ বলছে, হত্যাকাণ্ড সংঘটিত করার পর পালানোর সময় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

Check Also

সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত

মামুন হোসেন নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার ( …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।