সরকার ভারতকে তুষ্ট রেখে ক্ষমতায় থাকতে চাইছে : নোমান

ক্রাইমবার্তা রিপোট:আজ শনিবার দুপুরে সিলেটে একটি সেমিনারে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

বর্তমান সরকার নতজানু হয়ে ভারতকে তুষ্ট রেখে ক্ষমতায় থাকতে চাইছে বলে অভিযোগ করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

আজ শনিবার দুপুরে সিলেট নগরীর মেন্দিবাগস্থ একটি হোটেলের কনফারেন্স হলে ‘বাংলাদেশ নাগরিকত্ব আইন-২০১৬ : নাগরিক ভাবনা’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নোমান এসব কথা বলেন। সেমিনারের আয়োজন করে বিএনপির সিলেট মহানগর শাখা।

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘প্রতিরক্ষা চুক্তি সম্পর্কে একটা ধারণা সরকার জনগণকে দিক। কারণ, এর আগে যে চুক্তি বা সমঝোতা হয়েছে এর কোনোটাই ভারত রক্ষা করেনি। ফলে এখন কী চুক্তি হবে এ সম্পর্কে স্পষ্টীকরণ করলে সরকারের অসুবিধা কোথায়?’17

‘এ কারণে সরকার যদি কোনো চাপে পড়ে তাহলে সেখানে আমরা সরকারকে সমর্থন করব। তিস্তা নদীর পানিবণ্টন চুক্তির জন্য সরকার যদি উচ্চ কণ্ঠে কথা বলে, তাহলে আমরা তার পাশে থাকব। কিন্তু সেটা তো হচ্ছে না।’

নোমান অভিযোগ করেন, ‘বরং সরকার একটা নতজানু পররাষ্ট্রনীতি গ্রহণ করে চাচ্ছে ভারতকে তুষ্ট রেখে ক্ষমতায় থাকার। আমরা মনে করি, ক্ষমতায় থাকতে হলে, যেতে হলে জনগণের শক্তিতে শক্তিমান হয়ে এগোতে হবে।’

এ সময় আবদুল্লাহ আল নোমান বিএনপির সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সরকারের ব্যর্থতায় জঙ্গিবাদ মাথা চাড়া দিচ্ছে।’

এর আগে প্রস্তাবিত বাংলাদেশ নাগরিকত্ব আইন নিয়ে সেমিনারে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘এই আইন পাস হলে তা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হবে। এর ফলে প্রবাসী বাংলাদেশিরা তাদের নাগরিক অধিকার হারাবে। রেমিট্যান্সে এর বড় প্রভাব পড়বে।’

সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, প্রাইভেটাজাইশন কমিশনের সাবেক চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক এ এফ এম ইউসুফ হায়দার, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি রুহুল আমীন গাজী, বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামাল, আজিজুল বারী হেলাল, জাকির হোসেন ভূঁইয়া প্রমুখ। সেমিনারে সভাপতিত্ব করেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাছিম হোসাইন।

Check Also

অন্তর্বর্তীকালীন সরকারই তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে : অ্যাটর্নি জেনারেল

র্তমান অন্তর্বর্তীকালীন সরকারই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।