গাইবান্ধায় বাস খাদে পড়ে শিশুসহ নিহত ৬

ক্রাইমবার্তা রিপোট:১৯ মার্চ ২০১৭,রবিবার:গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে নারী ও শিশুসহ ৬ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন।36
শনিবার দিনগত রাত ৩টার দিকে জুম্মারঘর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী একটি নৈশকোচ জুম্মারঘর এলে পঞ্চগড় থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এরপর বাসটি উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নারী ও শিশুসহ চারজন নিহত হন।

খবর পেয়ে হাইওয়ে টহল পুলিশ ও গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

ভোরে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আহত একজন এবং বেলা সাড়ে ১১টার দিকে আরেকজনের মৃত্যু হয়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

আহতদের মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন এবং গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজনকে ভর্তি করা হয়েছে। বাকি ১০ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. আবুল বাশার জানান, ময়নাতদন্তের জন্য লাশগুলো গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।

বাস ও ট্রাকের চালকরা পালিয়ে গেছে। দুর্ঘটনাস্থল থেকে ট্রাক অপসারণ আর খাদ থেকে বাসটি উদ্ধারের কাজ চলছে বলেও জানান তিনি।

Check Also

সাতক্ষীরায় উগ্রবাদী সাদপন্থীদের বিরুদ্ধে তৌহিদি জনতার মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি ; উগ্রবাদী সন্ত্রাসী সাদপন্থীদের কর্মকান্ডের প্রতিবাদে সাতক্ষীরায় প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে মানববন্ধন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।