ক্রাইমবার্তা রিপোট:সাতক্ষীরাঃযশোর ও চাপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ বিশিষ্ট বক্তা,সঙ্গীত শিল্পী ও শিক্ষাবিদ মাও:তৈয়েবুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত দুইটার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে রবিবার সকালে তার যশোর বাসা থেকে সবাইকে গ্রেফতার করা হয়। তিনি যশোর মুক্তিযোদ্ধা কলেজে শিক্ষকতা করতেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার তালা উপজেলার সুজনশাহা গ্রামে। পিতা শেখ আরশাদ আলী। তাকে অস্ত্র সহ গ্রেফতারের দাবী করেছে পুলিশ।
শিবগঞ্জ উপজেলার কানসাট মহিলা বাজার তাফসিরুল কুরআন মাহফিল শেষ করে স্থানীয় একজনের বাড়িতে তিনি অবস্থার করেন । সেখান থেকে তাকে গ্রেপতার করা হয় । কানসাট মহিলা বাজার তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজক কমিটির কয়েকজন সদস্যের সাথে কথা হয়। তারা জানান,কোন কারণে তাকে গ্রেফতার করা হয়েছে তা জানিনা। তবে মাহফিলে বক্তব্য রাখার কারণে তাকে গ্রেফতার করা হতে পারে। তবে তিনি কোন দেশ বিরোধী বক্তব্য রাখেনি। তবে আয়োজক কমিটির এক সদস্য জানান, মাহফিল শেষ করে আসার পথে তার প্রাইভেটকার সহ তাকে পুলিশে গ্রেফতার করে।
স্থানীয় আ’লীগের এক নেতা জানান, মাও:তৈয়েবুর রহমান সরকারের উন্নয়নের কথা না বলে বিভিন্ন ইসলাম বিরোধী সমালোচনার কথা বলেন। সরকারকে তিনি ইসলামের প্রতিপক্ষ হিসেবে জনগণের সামনে তুলে ধরেন। স্থানীয় পুলিশ প্রশাসন জানান,তাকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। অস্ত্র মামলায় তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ দিকে রবিবার সকালে তার যশোরের বাসা থেকে তার স্ত্রী,শালিকা ও শালিকার স্বামীকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে নাশকতা অভিযোগ রয়েছে বলে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত অফিসার জানান।
Check Also
আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …