শততম টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়

ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:অবশেষে স্বপ্ন পূরণ হলো। শততম টেস্টে ঐতিহাসিক জয় পেলো বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ৪ উইকেটে দুর্দান্ত জয় পেলো টাইগাররা।

কলম্বোর পি.সারা ওভালে ১৯১ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে বাংলাদেশ ৬ উইকেট হারিয়েই জয় তুলে নেয়। তামিম ইকবাল যে ভিত গড়ে দিয়েছিলেন, সাব্বির, মুশফিকরা সেটাকে জয়ে পরিণত করেন।

ম্যাচের পঞ্চম ও শেষ দিনের প্রথম সেশনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩১৯ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ফলে বাংলাদেশের সামনে জয়ের জন্য টার্গেট দাঁড়ায় ১৯১ রানের। এই টার্গেট বাংলাদেশ স্পর্শ করেছে ৬ উইকেট হারিয়ে। বাংলাদেশের পক্ষে তামিম ইকবাল ৮২, সাব্বির রহমান ৪১, অধিনায়ক মুশফিকুর রহিম অপরাজিত ২২ ও সাকিব আল হাসান ১৫ রান করেন।
প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ৩৩৮ রান করেছিলো। বাংলাদেশের সংগ্রহ ছিলো ৪৬৭ রান।

শ্রীলঙ্কার মাটিতে এটাই বাংলাদেশের প্রথম টেস্ট জয়। এর ফলে দুই টেস্ট সিরিজটি ১-১-এ শেষ হলো।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা : ৩৩৮ ও ৩১৯

বাংলাদেশ : ৪৬৭ ও ১৯১/৬।

Check Also

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।