অবৈধদের সৌদি আরব ছাড়ার নির্দেশ

ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক :অবৈধ অভিবাসীদের দেশ ছাড়তে ৯০ দিন সময় দিয়েছে সৌদি আরব সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল রোববার এ সংক্রান্ত ‘আ নেশন উইদাউট ভায়োলেশনস’ শীর্ষক অভিযান শুরু করেছে।

সৌদির আরবের উপযুবরাজ, উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স মোহাম্মদ বিন নাইফ আইনভঙ্গকারীদের দেশ ছাড়তে ৯০ দিনের সময় দিয়েছেন। এ দিন গোনা শুরু হবে আগামী ২৯ মার্চ থেকে। এই সময়ের অবৈধ অভিবাসীরা নিজেদের বৈধ করতে পারবেন এবং সহায়তা নিতে পারবেন।

প্রিন্স নাইফ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নির্দিষ্ট সময়ের মধ্যে দেশ ছাড়তে আগ্রহীদের সহায়তা করতে নির্দেশ দিয়েছেন। তাঁদের ওপর নিষেধাজ্ঞাও তুলে নিতে বলেছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণায়লের মুখপাত্র মেজর জেনারেল মনসুর আল-তুর্কি বলেন, সরকারের ১৯টি সংস্থা এ অভিযান পরিচালনা করবে। তিনি জানান, সীমান্ত পাড়ি দিয়ে অনুপ্রবেশ করে যারা আইন ভেঙেছে, বসবাস বা কাজের অনুমতি নেই যাদের, তাদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তাদের ভ্রমণে অনুমতি দেওয়া হবে।

পাসপোর্ট ও অভিবাসন বিভাগ এরই মধ্যে আইনভঙ্গকারীদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।

আল-তুর্কি জানান, যেসব অভিবাসীর পরিচয়পত্র নেই, হজ ভিসার মেয়াদ পেরিয়ে গেলেও যারা অবস্থান করছে, তাদের পার্শ্ববর্তী পাসপোর্ট বিভাগে গিয়ে যোগাযোগ করতে হবে।

তিন বছর আগেও সৌদি আরবে একই ধরনের অভিযান পরিচালিত হয়। সেই সময় ২৫ লাখ আইনভঙ্গকারীকে দেশ ছাড়তে হয়।

Check Also

ঢাকা প্রসঙ্গে বদলাতে পারে ভারতের পররাষ্ট্রনীতি

পাঁচ দশকের বিরতির পর গত মাসে বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামে একটি পাকিস্তানি পণ্যবাহী জাহাজ ডক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।