আড়াল ভাঙছেন অপু

ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক:ঢালিউডের জনপ্রিয় মুখ অপু বিশ্বাস অনেকদিন ধরেই ক্যামেরার সামনে নেই। হঠাৎই তার এই আড়াল হবার কারণে কষ্ট পেয়েছেন প্রযোজক, পরিচালকসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকে। অপু বিশ্বাস সর্বশেষ ২০১৫ সালের শেষ দিকে বুলবুল বিশ্বাসের ‘রাজনীতি’ ছবিতে অভিনয় করেন। এতে তার বিপরীতে আছেন শাকিব খান। কিন্তু এরপর কালাম কায়সারের ‘মা’ ছবির সেটে মহরতে উপস্থিত হলেও সেটার কাজ আর শুরু হয়নি।

দীর্ঘদিন আড়াল থাকলেও আর কারো মনে কষ্ট দিতে চান না অপু বিশ্বাস। অবশেষে তিনি আড়াল ভাঙছেন। গতকাল অপু বিশ্বাস মানবজমিনকে বলেন, আর কারো মনে কষ্ট দিতে চাই না। আমি বেশকিছু ব্যক্তিগত কারণে এতদিন আড়ালে ছিলাম। আর আড়ালে থেকে নিজেও কষ্ট পেয়েছি। আসছে এপ্রিলে ফিরছি আমি। সবার মাঝে নতুন কাজ নিয়েই ফিরব। আমার বিশ্বাস, যারা আমাকে ভুল বুঝে কষ্ট পেয়েছেন তারা আমার সব কথা শোনার পর আর কোনো অভিমান থাকবে না। প্রায় এক বছর নতুন কোনো ছবির কাজে ক্যামেরার সমানে দাঁড়াননি অপু। এ কারণে শাকিব খান কলকাতার ভেঙ্কটেশ ফিল্মসের নতুন বেশকিছু ছবিতে অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। ভারতের নায়িকার বিপরীতে জুটি বেঁধেছেন। এরইমধ্যে একটি ছবির কাজও শুরু হয়েছে। অপু বিশ্বাস এ প্রসঙ্গে বলেন, আমি ও শাকিব একটানা বেশকিছু সুপারহিট ছবি দর্শকদের উপহার দিয়েছি। মাঝে আমি আড়াল হওয়ার কারণে শাকিব কলকাতার ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। আমি ইন্ডাস্ট্রিতে থাকলে হয়তো এটা হতো না। তবে যা হওয়ার হয়েছে। আমার সঙ্গে গতকাল শাকিবের কথা হয়েছে। শিগগিরই নতুন ছবির ঘোষণা দিব আমরা। এদিকে শাকিব খান অপু বিশ্বাসের আড়াল হওয়ার কারণে শবনম বুবলীকে নিয়ে তিনটি ছবিতে কাজ করেন। নতুন ছবি ‘বসগিরি টু’ ছবিতেও শাকিবের নায়িকা বুবলী হবেন বলে জানা যায়। তবে এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, বুবলী ‘বসগিরি টু’ ছবিতে থাকবে না। আমি শাকিবের সঙ্গে কথা বলেছি। আমি না হলেও অন্য নতুন কোনো মুখ নিয়ে এ ছবিতে কাজ করবে শাকিব। তবে বুবলী এ ছবিতে থাকছে না, এটা নিশ্চিত আমি। আর কালাম কায়সারের ‘মা’ ছবিতে শুনেছি বুবলী চুক্তিবদ্ধ হয়েছেন। তবে আমি ফেরার পর এ ছবিতে কাজ শুরু করব। অবশ্য বুবলী এ ছবিতে কাজ করতে চাইলে সেকেন্ড লিড চরিত্রে কাজ করতে পারবেন। মাঝের সময়টা কিভাবে কেটেছে অপুর জানতে চাইলে বলেন, আমি মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে ঘুরে বেড়িয়েছি। আর কাছের আত্মীয়স্বজনদের বিয়েতে উপস্থিত হয়ে সকলকে চমকে দিয়েছি। আমি বর্তমানে ঢাকায়ই রয়েছি। ওজন কমানোর চেষ্টা করছি। ফিট হয়ে দর্শকের সামনে ফিরতে চান অপু। আর ফিরেই বুলবুল বিশ্বাসের ‘রাজনীতি’, আবদুল মান্নানের ‘পাঙ্কু জামাই’, কালাম কায়সারের ‘মা’ ছবির কাজগুলো শেষ করবেন। শাকিবের সঙ্গে শিডিউল মিলিয়ে ‘রাজনীতি’ ছবির কাজটি আগে শেষ করবেন। এ ছবিটি এবারের রোজার ঈদে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অপু সবশেষে আবারও বলেন, নির্মাতারা যারা আমার উপর আস্থা রেখেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। কথা দিয়েছিলাম ফিরব। সেই কথা রেখেই এপ্রিলে সবার মাঝে ফিরছি।

Check Also

‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’

টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।