নববর্ষে ফের শুভ-ফারিয়ার অগ্নিপরীক্ষা

ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক:বাংলা নববর্ষ উপলক্ষে আবারও পর্দায় একসঙ্গে উপস্থিত হবে আরেফিন শুভ ও নুসরাত ফারিয়া। ‘ধ্যাততেরিকি’ নামের নতুন একটি ছবি নিয়ে আসছেন তারা।

ছবিটি পরিচালনা করেছেন শামিম আহমেদ রনি। কমেডি ঘরানার এ ছবিটির নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।

ছবিটির বাকি রয়েছে তিনটি গান। চলতি মাসেই গানগুলোর শুটিং করা হবে।

কমেডি ঘরানার গল্প নিয়ে নির্মিত এ ছবি নিয়ে শুভ ও ফারিয়ার উচ্ছ্বাস একটু বেশিই যেন। কারণ এর আগে এ জুটির একটি ছবি মুক্তি পেলেও দর্শক টানতে ব্যর্থ হয়। তাই এ ছবির উপরই শুভ-ফারিয়ার জুটি নির্ভর করছে বলে জানিয়েছেন চিত্রসংশ্লিষ্টরা।

এ প্রসঙ্গে আরেফিন শুভ সংবাদমাধ্যমকে বলেন, ‘এ ছবির গল্প বেশ চমৎকার। দর্শকরা শতভাগ বিনোদন পাবেন, এটা আমার বিশ্বাস। তাছাড়া ইউনিটের সবাই বেশ মনোযোগ দিয়ে কাজ করেছেন। পরিশ্রমের ফল ভালো হওয়াটাই স্বাভাবিক।’

ছবিতে রোশান ও ফারিন নামে আরও একটি জুটি রয়েছে। পাশাপাশি অভিনয় করেছেন কলকাতার রজতাভ দত্ত, শুভাশিস, বিশ্বনাথ বসু প্রমুখ। এটি বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি।

Check Also

‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’

টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।