ক্রাইমবার্তা রিপোট:মোস্তফা কামাল-শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধি ঃসাতক্ষীরার শ্যামনগরে ১৮১ নং চাঁদনীমূখা পূর্বপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নব-গঠিত ম্যানেজিং কমিটির ৭ সদস্য একযোগে পদত্যাগ করেছেন। নীতমালা বর্হিতভূত কমিটির অভিযোগে তারা একযোগে পদত্যাগ করেন। গত ১২ মার্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম বারীর সভাপতিত্বে এক জরুরী সভায় সিদ্ধান্তে তাদের পদত্যাগ পত্র দেওয়ার বিষয়টি গৃহিত হলে সকলেই পদত্যাগ পত্র প্রধান শিক্ষক বরাবরে লিখিত জমা দেন। পদত্যাগ করা ম্যানেজিং কমিটির ৭ সদস্যরা হলেন-শাহাজান সিরাজ, জিল্লুর রহমান, মাষ্টার আব্দুর রহিম, নাজমা পারভীন, ফাতেমা খাতুন, আনজুয়ারা খাতুন ও জাকিয়া আক্তার। নীতমালা বর্হিতভূত কমিটি গঠিত হওয়ায় অভিভাবকদের ক্ষোভ, পাঠদান কার্যক্রম সহ সকল কার্যক্রমে বিশৃংখার সৃষ্টি হওয়ায় তারা এ সিদ্ধান্ত গ্রহন করেন। প্রধান শিক্ষক পদত্যাগ পত্র গুলো যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করলে সিদ্ধান্ত জানা যাবে।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …