ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক: টেনিস ভক্তদের জন্য সুখবর! ‘ব্যাটেল অফ দ্য সেক্সেস’ অবশেষে বড় পর্দায় আসছে। ফক্স সার্চলাইট ঘোষণা দিয়েছে যে, আগামী ২২শে সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পাবে। এই সিনেমার গল্পটি ১৯৭৩ সালে বিলি জিন কিং এবং ববি রিগসের মধ্যকার একটি টেনিস ম্যাচ থেকে নেয়া।
এই সিনেমায় বিলি জিন কিং এর ভূমিকায় অস্কার জয়ী এমা স্টোন এবং ববি রিগসের ভূমিকায় স্টিভ ক্যারেল্কে দেখা যাবে। স্ক্রিপ্ট লিখেছেন সাইমন বোফয় এবং পরিচালনা করেছে জোনাথন ডায়টন।
‘ব্যাটল অফ দ্য সেক্সেস’ মনে করিয়ে দেয় বিশ্বের ১ নম্বর রাজা এবং প্রাক্তন বিজয়ী রিগসের মধ্যকার সেই ম্যাচটির কথা যা পরবর্তীতে টেলিভিশনে প্রচারিত হওয়া খেলার মধ্যে সবচেয়ে বেশিবার দেখা খেলার মধ্যে একটি হয়।
সেই ম্যাচটি সেই সময় সারা বিশ্বে লিঙ্গ সমতা নিয়ে আলোড়ন সৃষ্টি করে। একটি নারীবাদী আন্দোলনে অনুপ্রাণিত হয়ে কিং ও রিগস খুব ব্যক্তিগত এবং জটিল লড়াইয়ে নেমেছিলেন, কিং তার লিঙ্গ এবং সমান মজুরির অঙ্গীকার নিয়ে এবং রিগস তার সম্মান বাঁচানোর জন্য খেলেছিলেন।
এ সিনেমায় আরো রয়েছেন, অ্যালান কামিং, অ্যান্দ্রে রাইজবোরাফ, এলিজাবেথ সু, অস্টিন স্টোয়েল, এবং সারাহ সিলভারম্যান।
Check Also
‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’
টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …