গাজীপুরে ট্রাক-লেগুনা সংঘর্ষ : নিহত-২, আহত-৫

ক্রাইমবার্তা রিপোট:গাজীপুরে আজ বৃহস্পতিবার ট্রাক ও লেগুনার সংঘর্ষে দু’জন নিহত ও ৫জন আহত হয়েছে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। হতাহতরা সবাই লেগুনার যাত্রী।

 

 

নাওজোর মহাসড়ক ফাঁড়ির উপ-পরিদর্শক মো. আব্দুস সালাম ও স্থানীয়রা জানান, ঢাকা বাইপাস সড়কে গাজীপুর সিটি কর্পোরেশনের ভোগড়া ওসি নগর এলাকায় কোনাবাড়ি থেকে ভোগড়া বাইপাসমোড়গামী একটি ট্রাক ও একইগামী যাত্রীবাহী একটি লেগুনার সংঘর্ষ হয়। এতে লেগুনার দু’আরোহী নিহত ও কমপক্ষে ৫ যাত্রী গুরুতর আহত হয়। এঘটনায় লেগুনাটি দুমড়ে মুচড়ে গেছে। স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

আহতরা হলো- গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা এলাকার শাহজাহান মিয়ার ছেলে আশরাফুল ইসলাম (২৫), নলজানী এলাকার নবী নেওয়াজের ছেলে আবুল হাসেম (৩৪) ভুরুলিয়া এলাকার ইদ্রিস আলীর ছেলে মাসুদ (৩৫), ইউনুছ তালুকদার (৩২) ও ইউনুছ।

আনুমানিক ৩৫ বছর বয়সের নিহত ওই দুই যুবকের নাম পরিচয় পাওয়া যায়নি।

 

Check Also

৩০ জুলাই পর্যন্ত অনেক দল সিদ্ধান্ত নিতে পারেনি, সংগ্রামে যুক্ত হবে কি না: সারজিস আলম

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।