গাজীপুরে ট্রাক-লেগুনা সংঘর্ষ : নিহত-২, আহত-৫

ক্রাইমবার্তা রিপোট:গাজীপুরে আজ বৃহস্পতিবার ট্রাক ও লেগুনার সংঘর্ষে দু’জন নিহত ও ৫জন আহত হয়েছে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। হতাহতরা সবাই লেগুনার যাত্রী।

 

 

নাওজোর মহাসড়ক ফাঁড়ির উপ-পরিদর্শক মো. আব্দুস সালাম ও স্থানীয়রা জানান, ঢাকা বাইপাস সড়কে গাজীপুর সিটি কর্পোরেশনের ভোগড়া ওসি নগর এলাকায় কোনাবাড়ি থেকে ভোগড়া বাইপাসমোড়গামী একটি ট্রাক ও একইগামী যাত্রীবাহী একটি লেগুনার সংঘর্ষ হয়। এতে লেগুনার দু’আরোহী নিহত ও কমপক্ষে ৫ যাত্রী গুরুতর আহত হয়। এঘটনায় লেগুনাটি দুমড়ে মুচড়ে গেছে। স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

আহতরা হলো- গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা এলাকার শাহজাহান মিয়ার ছেলে আশরাফুল ইসলাম (২৫), নলজানী এলাকার নবী নেওয়াজের ছেলে আবুল হাসেম (৩৪) ভুরুলিয়া এলাকার ইদ্রিস আলীর ছেলে মাসুদ (৩৫), ইউনুছ তালুকদার (৩২) ও ইউনুছ।

আনুমানিক ৩৫ বছর বয়সের নিহত ওই দুই যুবকের নাম পরিচয় পাওয়া যায়নি।

 

Check Also

সাতক্ষীরায় ইজিবাইকের চাকায় ওড়না পেচিয়ে কিশোরীর মৃত্যু

সাইদুর রহমানঃ সাতক্ষীরায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে এক কিশোরী নিহত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) বেলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।