ভালুকায় ট্রাক উল্টে নিহত ১০

ক্রাইমবার্তা রিপোট: ২৪ মার্চ ২০১৭,শুক্রবার:ময়মনসিংহের ভালুকায় পণ্য বোঝাই একটি  ট্রাক উল্টে নারী ও শিশুসহ ১০জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। তাৎক্ষনিকভাবে তাদের কারও পরিচয় জানা যায়নি।46
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকার মেহয়রাবাড়ি এলাকায় শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ময়মনসিংহগামী ওই ট্রাকটি রাস্তার পাশে উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।

ভালুকার ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম উজ্জ্বল জানান, টানা তিন দিনের ছুটি পেয়ে ঢাকা থেকে ময়মনসিংহগামী পণ্য বোঝাই ওই ট্রাকটিতে স্বল্প আয়ের মানুষগুলো কম টাকায় পরিবার-পরিজন নিয়ে বাড়ি ফিরছিল।

কিন্তু অতিরিক্ত বোঝাই ওই ট্রাকটি শুক্রবার ভোরে ভালুকার  মেহয়রাবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে চাপা পড়ে ঘটনাস্থলেই ১০জন নিহত হয়েছেন। এদের মধ্যে দুটি শিশু, ৩জন নারী ও পাঁচজন পুরুষ।

খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা দ্রুত উদ্ধার কাজে নেমে পড়েন। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। সংস্কার কাজের জন্য মহাসড়কটির চারলেনের মধ্যে দুইলেন বন্ধ থাকায় প্রায়ই এ স্থানটিতে সড়ক দুর্ঘনায় প্রাণহানির ঘটনা ঘটছে বলে তিনি জানান।

Check Also

পাসপোর্ট ছাড়াই ভারত থেকে ফেরার পথে সাতক্ষীরা সীমান্তে গ্রেপ্তার ১০

অবৈধভাবে ভারত থেকে আসার সময় সাতক্ষীরার কলারোয়া সীমান্তে নারী–শিশুসহ ১০ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে বর্ডার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।