ক্রাইমবার্তা রিপোট:২৫ মার্চ গণহত্যা দিবস পালনের সিদ্ধান্ত এবং কর্মসূচি এখনও বিএনপি নেয়নি বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, এ বিষয়ে সিদ্ধান্ত নিতে দলের নেতাদের নিয়ে আমরা বসবো। তবে সময় স্বল্পতার কারণে আমরা এখনও কোনো সিদ্ধান্ত ও কর্মসূচি নিতে পারিনি।
আগামীকাল বিএনপি গণহত্যা দিবস পালন করছে কি- জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
গত ১১ মার্চ ২৫ মার্চ গণহত্যা দিবস পালনের প্রস্তাব জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। প্রস্তাবটি উত্থাপন করেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি। পরে গতকাল মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, ২৫ মার্চকে আন্তর্জাতিকভাবে গণহত্যা দিবস পালনে জাতিসংঘকে প্রস্তাব দেওয়া হবে। যদিও জাতিসংঘের সাধারণ পরিষদ ৯ ডিসেম্বর আন্তর্জাতিকভাবে গণহত্যা দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে।
সময় স্বল্পতার কারণে যদি এবার কর্মসূচি পালন করতে না, আগামী বছর কি করবেন- এ প্রশ্নে জবাবে মির্জা ফখরুল বলেন, আলোচনার মাধ্যমে আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেবো।