ক্রাইমবার্তা রিপোট:২০ দলীয় জোটের শরীক দল জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান বলেছেন, ৫ জানুয়ারির ভোটারবিহীন নির্বাচনের পর সবকিছু দিয়ে আজও তিস্তার পানির নিশ্চয়তা নেই। এখন দেশপ্রেমিক সেনাবাহিনীকে শেষ করার জন্য সামরিক চুক্তির নামে গোলামী চুক্তির পাঁয়তারা চলছে।
তিনি আজ শুক্রবার বিকেলে জাগপা বগুড়া জেলা কমিটি আয়োজিত ‘স্বাধীনতার ৪৬ বছর-প্রত্যাশা প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বগুড়া জেলা জাগপা সহ-সভাপতি ইমারুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুঞ্জুুরুল কাদীর তুহিনের সঞ্চালনায় বগুড়া শহরের দলীয় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন জাগপা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান । বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাগপা কেন্দ্রীয় সহ-সভাপতি খন্দকার আবিদুর রহমান ও শিক্ষা ছাত্র বিষয়ক সম্পাদক শামীম আকতার পাইলট। এ ছাড়া বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি রাফী পান্না, জেলা জাগপা সহ-সভাপতি দেলদার হোসেন নান্টু, শামছুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মোখালেছুল রহমান, মীর ওসমান আলী শুভ শেঠ, শ্রমিক দল নেতা মোশারফ হোসেন স্বপন, লিটন শেখ বাঘা প্রমুখ।