কুসিক নির্বাচনে ফিরবে পরিপূর্ণ গণতন্ত্র: সিইসি

ক্রাইমবার্তা রিপোট:কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনের মাধ্যমে দেশে পরিপূর্ণ গণতন্ত্র ফিরে আসবে বলে আশা প্রকাশ করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

7

শনিবার সকালে জেলা শিল্পকলা মিলনায়তনে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

সভায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ আবদুল্লাহ। শুভেচ্ছা বক্তব্য দেন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল।

সিইসি বলেন, ‘দেশে পরিপূর্ণ গণতন্ত্র ফিরিয়ে আনবে কুমিল্লার নির্বাচন। গণতান্ত্রিক পরিবেশ যা-ই থাকুক না কেন, কুমিল্লার নির্বাচন অত্যন্ত সুষ্ঠু হবে।’

তিনি বলেন, ‘আমি কুমিল্লার নির্বাচনকে কোনো চ্যালেঞ্জ মনে করছি না। আমার বিশ্বাস, কুমিল্লার মানুষ এ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে না।’

ভোট গ্রহণ কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, ‘আপনারা কারও প্রতি শৈথিল্য দেখাবেন না। ভোট কেন্দ্রে কোনো ব্যক্তি বা দলীয় প্রভাবশালী কেউ অকারণে প্রবেশ করলে তাকে কঠোরভাবে প্রতিহত করবেন।’

ভোট কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তার চেয়ে বড় প্রভাবশালী আর কেউ নেই বলেও মন্তব্য করেন তিনি।

আগামী ৩০ মার্চ কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ হবে।

Check Also

প্রত্যেকটা অফিসের কেরানি পর্যন্ত ফ্যাসিবাদের দোসর : আসিফ মাহমুদ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।