ইডি’র নোটিসে চাপে আছেন শাহরুখ

ক্রাইমবার্তা ডটকম: আইপিএল শুরুর আগেই চাপে কলকাতা নাইট রাইডার্স। তবে প্লেয়াররা নন। চাপে মালিক কর্তৃপক্ষ। চাপে কিং খানও। চাপে শাহরুখের স্ত্রী গৌরি খান এবং অপর মালিক জুহি চাওলাও।6
আইপিএল সংক্রান্ত লেনদেনে বিদেশি মুদ্রা আইন (ফেমা) লঙ্ঘনের অভিযোগে কেকেআর- এর অন্যতম মালিক শাহরুখ খানকে শনিবার শো-কজের চিঠি পাঠিয়েছে ইডি। নোটিস পেয়েছেন গৌরী খান, কেকেআরের অন্যতম মালিক জুহি চাওলাসহ অন্য কর্তারাও।
শাহরুখদের সংস্থা নাইট রাইডার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেড (কেআরএসপিএল)- এর বিরুদ্ধে অভিযোগ অবশ্য নতুন নয়। প্রায় আট বছর আগে ৯০ লক্ষ শেয়ার ১০ টাকা দরে মরিশাসের সংস্থা ‘দ্য সি আইল্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড’কে বেঁচে দেওয়া হয়েছিল। অথচ সেই সময়ে প্রত্যেক শেয়ারের দর যাচ্ছিল ৮৬ থেকে ৯৯ টাকা।
ইডি’র দাবি, এই ক্ষতির জেরে সরকার ৭৩ কোটি ৬০ লক্ষ টাকা মূল্যের বিদেশি মুদ্রা কম পেয়েছিল। ইডি’র নোটিসের জবাব দেওয়ার জন্য শাহরুখদের ১৫ দিনের সময়সীমা দেওয়া হয়েছে। আইপিএল শুরুর আগে এই সমস্যা মিটিয়ে নিতে কিং খানরা এখন কী পদক্ষেপ নেন, সেটাই দেখার বিষয়।

Check Also

সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে আন্ত:থানা ক্রিকেট টুর্নামেন্ট।

স্টাফ রিপোটার: ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের ৫৪ বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।