ক্রাইমবার্তা রিপোট:সিলেটের শিববাড়িতে আতিয়া মহলে জঙ্গি বিরোধী ‘অপারেশন টোয়াইলাইটে’ এ পর্যন্ত দুই জঙ্গি মারা গেছে। বিকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মো. ফখরুল আহসান। অভিযানে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।
ঘটনাস্থলের কিছু দূরে সংবাদ সম্মেলনে ফখরুল আহসান বলেন, বিভিন্ন কৌশল প্রয়োগ করে দুই জঙ্গিকে নির্মূল করা গেছে বলে আমরা নিশ্চিত হয়েছি। ভেতরে আরও এক থেকে দুই জন থাকতে পারে। তারা ক্ষুদ্র অস্ত্র ও বিস্ফোরক ব্যবহার করছে। ভেতরের যাওয়ার প্রবেশ পথ ও ভবনে বিস্ফোরক পেতে রেখেছে। এজন্য সতর্কতার সঙ্গে অভিযান চালাতে হচ্ছে। অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান। ফখরুল আহসান বলেন, যে দুই জঙ্গি নিহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে তারা দুইজনই পুরুষ হবে।
Check Also
আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …