‘অপারেশন টোয়াইলাইটে’ ২ জঙ্গি নিহত

ক্রাইমবার্তা রিপোট:58962_leadসিলেটের শিববাড়িতে আতিয়া মহলে জঙ্গি বিরোধী ‘অপারেশন টোয়াইলাইটে’ এ পর্যন্ত দুই জঙ্গি মারা গেছে। বিকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মো. ফখরুল আহসান। অভিযানে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।
ঘটনাস্থলের কিছু দূরে সংবাদ সম্মেলনে ফখরুল আহসান বলেন, বিভিন্ন কৌশল প্রয়োগ করে দুই জঙ্গিকে নির্মূল করা গেছে বলে আমরা নিশ্চিত হয়েছি। ভেতরে আরও এক থেকে দুই জন থাকতে পারে। তারা ক্ষুদ্র অস্ত্র ও বিস্ফোরক ব্যবহার করছে। ভেতরের যাওয়ার প্রবেশ পথ ও ভবনে বিস্ফোরক পেতে রেখেছে। এজন্য সতর্কতার সঙ্গে অভিযান চালাতে হচ্ছে। অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান। ফখরুল আহসান বলেন, যে দুই জঙ্গি নিহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে তারা দুইজনই পুরুষ হবে।

Check Also

সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪৮ জনের পদত্যাগ

সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শ্যামনগর উপজেলা কমিটি গঠনে স্বজনপ্রীতি ও অগণতান্ত্রিক সিদ্ধান্তের অভিযোগ তুলে সংগঠনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।