ইন্দো-বাংলা মৈত্রী পুরস্কার পাচ্ছেন আলমগীর ও রুনা লায়লা দম্পতি

ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক:ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার হিন্দু-মুসলিম মৈত্রী বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠানে ইন্দো-বাংলা মৈত্রী সম্মাননা জানানো হবে তারকা দম্পতি আলমগীর ও রুনা লায়লাকে।

আগামী ৩১ মার্চ সন্ধ্যায় কলকাতার হোটেল ওবেরয়ের গ্র্যান্ড বলরুমে তাদের হাতে এ সম্মননা তুলে দেয়া হবে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে রুনা লায়লা সংবাদমাধ্যকে বলেন, ‘যে কোনো পুরস্কার বা স্বীকৃতি অবশ্যই আনন্দের। আমরা দু’জন একই আয়োজনে খুব একটা পুরস্কার পাইনি। কারণ দু’জন দু’মাধ্যমে কাজ করি। সেক্ষেত্রে এবারের প্রাপ্তিটার আনন্দ একটু অন্যরকম।’

শনিবার রুনা লায়লা বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ভারতের মুম্বাইস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের আয়োজনে একটি অনুষ্ঠানে অংশ নিতে মুম্বাই গেছেন। সেখানে আজ বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন তিনি।

Check Also

অন্তর্বর্তী সরকারকে ডি-স্ট্যাবিলাইজ করার ষড়যন্ত্র হচ্ছে: ফারুকী

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী নানান ইস্যুতে প্রতিবাদের সুরে কথা বলেন। বৈষম্যবিরোধী আন্দোলনের শুরু থেকেই ছাত্র-জনতাকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।