ফিরোজ হোসেন: সাতক্ষীরা:
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেড এর উদ্যোগে বিনামূল্যে দাঁতের রোগী দেখা ক্যাম্প ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় ইসলামী ব্যাংক হাসপাতাল চত্বওে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ত্ব করেন হাসপাতালের চেয়ারম্যান অধ্যক্ষ মাও. আব্দুল বারী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রি ডেন্টাল ক্যাম্পের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র আলহাজ্ব তাজকিন আহম্মেদ চিশতি। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রশাসনিক কর্মকর্তা মো. হামিদুল ইসলাম খান । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক প্যানেল মেয়র কাউন্সিলর শেখ শফিক-উদ দৌলা সাগর, পৌর কাউন্সিলর কাজী ফিরোজ হাসান,সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফারাহ দিবা খান সাথী,হাসপাতালের পরিচালক এড. আবু বককর সিদ্দিক, দন্ত রোগ বিশেষজ্ঞ ডাঃ তপতি সাহা, ডাঃ মোঃ আবু হুসাইন, সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. আনোয়ারুল হুসাইন। অনুষ্ঠানে বক্তারা বলেন বাঙ্গালী জাতীর আত্ম ত্যাগের মধ্য দিয়ে মহান বিজয় আমরা পেয়েছিলাম কিন্তু ৪৬ বছর পার হলেও জাতীয় বিজয় দিবসের গুরুত্ব অনেকে জানেনা । বাঙ্গালী জাতীর বিজয়ের ইতিহাস সকল শ্রেণি পেশার মানুষকে জানাতে হবে। শহীদদের রুহের মাগফেরাতের জন্য জাতীয় দিবস গুলোতে মানব কল্যাণ মুখী কাজ করতে হবে। তিনি হাসপাতালকে কল্যান মূখী কাজের জন্য ধন্যবাদ জানিয়ে অন্যান্য হাসপাতাল প্রতিষ্ঠানকে বিজয় দিবস সহ জাতীয় দিবস গুলোতে মানুষের কল্যানে এগিয়ে আসার আহবান জানান। পরে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করেন মাও. আব্দুর বারী । উল্লিখিত যে ক্যাম্পে ১৫০ জন রোগীকে বিনামুল্যে চিকিৎসা প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মার্কেটিং অফিসার আবু হেনা মোস্তফা কামাল ও এম রাশেদ।
Check Also
আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …