ক্রাইমবার্তা রিপোট:প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শিশু-কিশোরদের উদ্দেশে বক্তব্য দেন।
শিশু-কিশোরদের জঙ্গিবাদ থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইসলামে আত্মহনন করা মহাপাপ। যারা আত্মহনন করে, তারা জাহান্নামে যায়।
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
‘কখনো ওই মাদক অথবা কোনো ধরনের সন্ত্রাস-জঙ্গিবাদের সঙ্গে তোমরা সম্পৃক্ত হবে না। একটা কথা মনে রাখবে, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সৌহার্দ্যের ধর্ম, ইসলাম ভ্রাতৃত্বের ধর্ম’, বলেন প্রধানমন্ত্রী।
‘ইসলামে কখনো মানুষ হত্যার কথা বলে নাই; বরং ইসলাম ধর্ম বলেছে, আত্মঘাতী বা আত্মহনন মহাপাপ। এটা গুনাহর কাজ। যারা আত্মহনন করে, তারা কখনো জান্নাতে যায় না। তারা জাহান্নামে যায়। তারা বেহেশতে যেতে পারে না’, যোগ করেন প্রধানমন্ত্রী।
বিপথগামীদের সুপথে ফেরার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘কাজেই আজকে যারা বিপথে যাচ্ছে, আমি তাদেরকে আহ্বান করব যে এই বিপথ ছেড়ে তারা যেন সৎ পথে ফিরে আসে।’
এর আগে রাজধানীর উপকণ্ঠ সাভার উপজেলায় অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। সেখান থেকে ফিরে তিনি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বক্তব্য দেন।