সেরেনা-ফেদেরারকে ছাড়িয়ে সাকিব

ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:টেনিসের দুই তারকা সেরেনা উইলিয়ামস ও রজার ফেদেরারকে ছাড়িয়ে গেলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।

অনেকেই হয়তো ভাবছেন একজন ক্রিকেটার কীভাবে টেনিস তারকাদের ছাড়িযে যেতে পারেন?

ক্রিকেট আর টেনিস ভিন্ন হলেও দুটিই খেলার সঙ্গে সম্পৃক্ত। তাই একজন আরেকজনকে ছাড়িয়ে যেতেই পারেন। সাকিবের বেলাতেও তাই হয়েছে।

শীর্ষস্থান ধরে রাখার ক্ষেত্রে এ টাইগার অলরাউন্ডার পেছনে ফেলেছেন সেরেনা উইলিয়ামস ও রজার ফেদেরারকে।

সবচেয়ে বেশি সময় র‌্যাংকিংয়ে শীর্ষে থাকার গৌরব অর্জন করেছেন সাকিব।

এই মুহূর্তে সাকিব আল হাসান ক্রিকেটের তিন ফরম্যাটেই অলরাউন্ডারদের শীর্ষে রয়েছেন। তবে সবচেয়ে বেশি সময় রাজত্ব করেছেন ওয়ানডে ক্রিকেটে।

ওয়ানডে র‌্যাংকিংয়ে অলরাউন্ডার তালিকায় ৩২৪ সপ্তাহ ধরে শীর্ষে রয়েছেন সাকিব।

টেনিসের মহিলা র‌্যাংকিংয়ের শীর্ষে সেরেনা উইলিয়ামস ছিলেন ৩১৬ সপ্তাহ। অন্যদিকে রজার ফেদেরার টেনিসের পুরুষ র‌্যাংকিংয়ে সবার ওপরের স্থানে ছিলেন ২৩৭ সপ্তাহ।

এদিকে টেস্টে অলরাউন্ডারদের তালিকায় সাকিব ১৬৪ সপ্তাহ শীর্ষে ছিলেন। আর টি ২০-তে ১০৫ সপ্তাহ।

টেস্ট অলরাউন্ডার হিসেবে সাকিবের পরেই রয়েছেন ভারতের রবীচন্দ্রন অশ্বিন। তিনি ১০২ সপ্তাহ শীর্ষে ছিলেন।

টেস্টে অলরাউন্ডার হিসেবে এক নম্বরে থাকার কৃতিত্বে সবার আগে আছেন রিচার্ড হ্যাডলি (৩০৮ সপ্তাহ)। (২৩৭ সপ্তাহ), ইমরান খান (১৯৭ সপ্তাহ)।

 

Check Also

আশাশুনিতে ছাত্র শিবিরের আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্ট

আশাশুনি প্রতিনিধি।। আশাশুনিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আশাশুনি উপজেলা শাখার আয়োজনে আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।