ক্রাইমবার্তা রিপোট:ইবি সংবাদদাতা-ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহান স¦াধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে নানা কর্মসূচী গ্রহন করে কর্তৃপক্ষ। রোববার সকাল ৯টায় প্রশাসন ভবন চত্বরে গার্ড অব অনারসহ জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন ভিসি প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী এবং বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান। এসময় উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জনাব এস.এম আব্দুল লতিফ। এসময় প্রভোস্টগণ নিজ নিজ হলে একইভাবে জাতীয় পতাকা ও হল পতাকা উত্তোলন করেন। এছাড়া শহীদ স্মৃতিসৌধে জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল সোয়া ৯ টায় প্রশাসন ভবন চত্বর হতে ভিসি প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী এর নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে উপস্থিত ছিলেন প্রো-ভিসি, ট্রেজারার ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবং বিশ্ববিদ্যালয়ের ডিন, চেয়ারম্যান, প্রভোস্ট, প্রক্টর, ছাত্র উপদেষ্টা, বিভাগীয় প্রধানসহ সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
র্যালি শেষে সকাল সাড়ে ৯টায় শহীদ স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভিসি বিশ্ববিদ্যালয়ের পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। সাথে ছিলেন প্রো-ভিসি, ট্রেজারার ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার।
এরপর পর্যায়ক্রমে সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্র-ছাত্রী, বিভিন্ন বিভাগ, বিভিন্ন হল, বিভিন্ন পরিষদ/ফোরাম এবং সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনসমূহ পুস্পস্তবক অর্পণ করেন। পুস্পস্তবক অর্পণ শেষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন ও মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম কাম খতিব ড. আ.স.ম শোয়াইব আহমাদ। এছাড়া বেলা ১১টায় প্রশাসন ভবনের তৃতীয়তলার সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ে কর্মরত ১৪ জন বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়াও দিসবটি উপলক্ষে প্রত্যেক আবাসিক হলে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।
এদিকে বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ডায়না চত্বরে মুক্তিযুদ্ধ ভিত্তিক পথ নাটক ‘আরো যুদ্ধ’ প্রদর্শিত হয়।
Check Also
আশাশুনির প্রতাপনগরে ৫ আগস্ট বন্দুকের গুলিতে নিহত ৩ শহীদের অভিভাবকদের সংবাদ সম্মেলন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। গত ৫ আগষ্ট-২০২৪ আশাশুনি উপজেলার প্রতাপনগরে আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান …