ক্রাইমবার্তা রিপোট:ডি এম আব্দুল্লাহ আল মামুন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:
শ্যামনগরের যাত্রী বহনকারী বাসএকটি ধর্মীয় অনুষ্টান থেকে ফেরার পথে খুলনা চুকনগর সংলগ্ন এলাকায় আজ বিকালে পৌছানোর পর একটি মোটরসাইকেল কে সাইট দিতে যেয়ে বাসটি রাস্তার পাশের একটি ডোবায় পড়ে যায়। বাসটি উল্টে যেয়ে ঘটনাস্থলেই শ্যামনগরের ৪ ব্যক্তি মারা গেছে। আরও অন্ততঃ ৩০/৩৫ ব্যক্তি গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।
নিহতরা হলেন মুন্সিগঞ্জ ইউনিয়নের কৃষ্ণপদ মন্ডল, রাজেন্দ্র সরদার, লাল্টু সরদার ও আটুলিয়া ইউনিয়নের গোলক মিস্ত্রি। এদিকে এটিকে শ্যামনগরের জন্য একটি বড় ধরনের দুঃখের সংবাদ হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মোঃ মনজুর আলম স্বাধীনতা দিবসের সকল সাংস্কৃতিক অনুষ্টান বন্ধ ঘোষনা করেছেন। মোবাইল ফোনে এ সংবাদ পেয়ে তাৎক্ষণিক ভাবে সাতক্ষীরা- ৪ আসনের এম পি, শ্যামনগরের গন মানুষের নেতা এস এম জগলুল হায়দার ও শ্যামনগর সদর চেয়ারম্যান এস এম জহুরুল হায়দার বাবু ঘটনাস্থলেই ছুটে গেছেন।