সোনাগাজীতে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগকর্মী নিহত

ক্রাইমবার্তা রিপোট:ফেনীর সোনাগাজীর উপজেলার আলামপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগ নেতা মো. রিপন নিহত হয়েছে। শনিবার মধ্যরাতে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আরো ১০ জন আহত হয়েছে। নিহত ছাত্রলীগ নেতা রিপন বগাদানা ইউনিয়ন ছাত্রলীগের সাংস্কৃতি সম্পাদক। তিনি একই ইউনিয়নের শফি উল্যাহর ছেলে। এঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।15

জানা যায়, শনিবার মধ্যরাতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সোনাগাজী উপজেলার বগানাদানা ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ইসহাক খোকন গ্রুপের মেম্বার মো. সেলিম, কালা মানিক, শরিফুল ইসলাম বাবু, মো. রিপনসহ ১৫-২০ জন এলাকার বিভিন্ন স্থানে মহড়া দেয়। একপর্যায় তারা ওসমানিয়া স্কুল মাঠে গিয়ে স্থানীয় একটি গ্রুপের স্বাধীনতা দিবসের মাইক বাজানোর স্থলে হামলা চালায়। পরে সেখান থেকে ফিরে যাওয়ার সময় আলমপুর গ্রামের সাবেক মেম্বার শিপন গ্রুপের লোকজন রাস্তায় ব্যারিকেড দিলে দু’গ্রুপের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় শিপন গ্রুপের লোকজন এলোপাতাডি গুলি ছুঁড়লে ছাত্রলীগকর্মী রিপনসহ অন্তত পাঁচ-ছয়জন গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় ছাত্রলীগ নেতা মো. রিপনকে ফেনী সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে রয়েছে। এছাড়া আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এঘটনায় আটককৃতরা হচ্ছে মো. সেলিম, রুস্তম আলী ও চুট্টু।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. হুমায়ুন কবীর একজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। মামলার প্রস্তুতি চলছে।

 

 

Check Also

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করেননি সমাজী

জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ জনকে আন্তর্জাতিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।