প্রথম নারী হিসেবে হংকংবাসীকে নেতৃত্ব দিবেন ক্যারি লাম

ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক :চীনপন্থী হিসেবে পরিচিত ক্যারি লামকে হংকংয়ের নির্বাহী প্রধান হিসেবে নির্বাচিত করা হয়েছে।   রোববার তাকে ভোট প্রধানের মাধ্যমে নির্বাহী প্রধান হিসেবে বেছে নেন হংকংয়ের নির্বাচক কিমিটির সদস্যরা। ফলে  প্রথম নারী হিসেবে এ দায়িত্ব পালন করতে যাচ্ছেন লাম। আর হংকংবাসী পেল প্রথম নারী নেতৃত্ব।

প্রথম নারী হিসেবে হংকংবাসীকে নেতৃত্ব দিবেন ক্যারি লাম

আগামী ১ জুলাই তিনি বর্তমান প্রশাসক লাং চুন-ইয়াংয়ের স্থলাভিষিক্ত হবেন। চীনের সমর্থন থাকায় এ নির্বাচনে ক্যারি লাম জয় পাবেন বলে আগেই ধরে নেয়া হয়েছিল। কিন্তু জনপ্রিয়তার ভিত্তিতে এগিয়ে ছিলেন তার প্রধান প্রতিদ্বন্দ্বী ও হংকংয়ের অর্থ দফতরের সাবেক প্রধান জন সাং।
বেইজিং ঘনিষ্ঠ নির্বাচকমণ্ডলীর ভোটে জয় পান ক্যারি লাম। তিনি প্রদত্ত ১ হাজার ১৯৪টি ইলেকটোরাল ভোটের মধ্যে ৭৭২ ভোট পেয়ে বিজয়ী হন। নির্বাচনে দ্বিতীয় হন জন সাং। সবশেষ অবস্থানে আছেন অপর প্রার্থী হংকংয়ের অবসরপ্রাপ্ত বিচারপতি উ কুয়োক-হিং।
অন্যদিকে চীনপন্থী ক্যারি লামের বিজয়ে বিক্ষোভ হয়েছে হংকংয়ে। ভোট কেন্দ্রের বাইরে হাজারো বিক্ষোভকারী তার বিরুদ্ধে শ্লোগান দেন। তবে সহিংসতার কোনো ঘটনা ঘটেনি।
হংকংয়ের সাবেক প্রধান সেক্রেটারি আনসন চান বলেন, ‘ক্যারি লাম সবচে কম জনপ্রিয়তা নিয়ে হংকংয়ের দায়িত্ব নিচ্ছেন। তাই তাকে মানুষের সামনে শুরুতেই নিজেকে দক্ষ প্রমাণ করতে হবে। দক্ষ একটা প্রশাসন গড়ে তুলতে হবে। চীনের স্বার্থ রক্ষার বাইরেও মানুষের মন জয়ে তাকে কাজ করতে হবে। ’
সূত্র: বিবিসি

 

Check Also

ডিসেম্বরের ২১ দিনে রেমিট্যান্স এল ২ বিলিয়ন ডলার

চলতি ডিসেম্বর মাসের প্রথম ২১ দিনে দেশে বৈধ পথে ২০০ কোটি  মার্কিন (২ বিলিয়ন) ডলারের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।