সিংড়ায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের দায়ে দুইজনের যাবজ্জীবন

ক্রাইমবার্তা রিপোট:নাটোরের সিংড়ায় আদিবাসী এক বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে একলাখ টাকা করে জরিমানা করেছেন আদালত। এছাড়া অপর তিনজনকে খালাস দেয়া হয়েছে।

সোমবার দুপুরে নাটোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিম এই আদেশ দেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন-সুইট প্রামানিক এবং চান মিয়া ওরফে ফেরদৌস।

জানা গেছে, ২০১৫ সালের ২৩ আগস্ট সিংড়া উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের হোসেনপুর এলাকায় আদিবাসী এক বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করে স্থানীয় বেশ কয়েকজন যুবক। পরে এই ঘটনার খবর বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর সিংড়ার কুম্বুবি কালিগঞ্চ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল জব্বার বাদী হয়ে ২০১৫ সালের ২৭ আগস্ট ৬ জনের নামে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে আদালতে ৫ জনের নামে চার্জশিট দাখিল করে পুলিশ।

সাক্ষ্য প্রমাণ এবং দোষীদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে সোমবার দুপুরে আদালত আসামি সুইট প্রামানিক এবং চান মিয়া ওরফে ফেরদৌসকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এছাড়া মামলার অপর তিন আসামিকে খালাস দিয়েছেন আদালত।

 

Check Also

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করেননি সমাজী

জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ জনকে আন্তর্জাতিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।