ক্রাইমবার্তা রিপোট:ডি এম আব্দুল্লাহ আল মামুন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: গত রবিবার গোপালগঞ্জের ওড়াকান্দি অনুষ্ঠান থেকে ফেরার পথে খুলনার ডুমুরিয়া উপজেলায় বালিয়াখালী সংলগ্ন নতুন রাস্তায় যাত্রীবাহী বাসটি একটি মোটরসাইকেলকে জায়গা দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে তা খাদে পড়ে যায় এবং ঘটনা স্থলে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ৪ জন মারা যায়।
একই পরিবারের দুইজন।নিহতরা হলেন মুন্সীগঞ্জ ইউনিয়নের পূর্বকালিনগর গ্রামে দেবদাস মন্ডল এর পুত্র কৃষ্ণ দাস(২০), চিত্ত রঞ্জন সরদার এর পুত্র রাকেশ (২১),বিপ্লব সরদার এর পুত্র লাল্টু (২২),ও আটুলিয়া ইউনিয়নের তুষার মিস্ত্রীর পুত্র গোলক মিস্ত্রী(২২)।
সংবাদ পেয়েই গতকাল বিকালেই দুর্ঘটনা স্থলের উদ্দেশ্যে রওনা দেন এমপি মহোদয়। অাজ নিহতদের বাড়িতে স্বশরীরে হাজির হয়ে তাদের অাত্মীয় স্বজনদের সান্ত্বনা দেন সাতক্ষীরা – ৪ অাসনের সংসদ সদস্য এস, এম জগলুল হায়দার।এবং তিনি প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা করে দেওয়ার কথা বলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মোঃ মনজুর আলম, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান,প্রাক্তণ চেয়ারম্যান বাবু অসীম কুমার মৃধা,মুন্সীগঞ্জ ইউ,পি চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল সহ স্থানীয় ব্যক্ত বর্গ।