সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীকে হামলা মামলায় মৃত্যুদ- প্রাপ্ত মুফতি হান্নানের সহযোগী রিপন প্রাণভিক্ষা চেয়েছেন

ক্রাইমবার্তা রিপোট:সিলেটে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গি নেতা মুফতি হান্নানের সহযোগী দেলোয়ার হোসেন রিপন রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠিকভাবে প্রাণভিক্ষা চেয়েছেন।

16

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় রিপন কারা কর্তৃপক্ষের মাধ্যমে লিখিতভাবে প্রাণভিক্ষার আবেদন করেন। মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে করা রিভিউ আবেদন খারিজের ষষ্ঠদিনে রিপন প্রাণভিক্ষার এ আবেদন করলেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে সিনিয়র জেল সুপার মো. ছগির মিয়া জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত রিপন তার কাছে একটি আবেদনপত্র জমা দিয়েছেন। এটি যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

এর আগে গত ১৯ মার্চ প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ আসামিদের রিভিউ খারিজ করে মুফতি হান্নানসহ তিনজনের মৃত্যুদণ্ড বহাল রাখেন।

সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা ও তিনজনের মৃত্যুর ঘটনায় করা এই মামলায় ২০০৮ সালে বিচারিক আদালত আসামিদের মৃত্যুদণ্ড দেন। ওই রায়ের বিরুদ্ধে মুফতি আবদুল হান্নান ও শরীফ শাহেদুল আলম ওরফে বিপুল হাইকোর্টে জেল আপিল করেন। শুনানি শেষে গত বছরের ১১ ফেব্রুয়ারি হাইকোর্ট বিচারিক আদালতের রায় বহাল রাখেন।

এই রায়ের বিরুদ্ধে দুই আসামি আপিল করলে ওই বছরের ৭ ডিসেম্বর আপিল বিভাগ হাইকোর্টের রায়ই বহাল রাখেন। এরপর আসামিরা রিভিউ আবেদন করেন।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ মে ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী সিলেটে গেলে হজরত শাহজালাল (রহ.)- এর মাজার জিয়ারত করতে যান। সেখানে দরগাহ মসজিদে জুমার নামাজ আদায় শেষে বের হওয়ার সময় প্রধান ফটকের কাছে তাকে লক্ষ্য করে গ্রেনেড হামলা চালানো হয়। ওই হামলায় তিনজন নিহত হন।

 

Check Also

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।