বাংলাদেশের বোলিং তাণ্ডবে বিধ্বস্ত নেপাল

ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:ইমার্জিং এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচেও দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। যুবাদের বোলিং তাণ্ডবে বিধ্বস্ত হয়েছে নেপাল। ৮৩ রানের বড় জয় পেয়েছে মমিনুল-নাসিররা।

সকালে টস জিতে ব্যাট করতে নেমে অধিনায়ক মমিনুল হক ও সহ-অধিনায়কের চোখধাঁধানো ব্যাটিংয়ে ভালো স্কোর দাঁড় করায় বাংলাদেশ।

যুবা টাইগারদের সংগ্রহ ছিল ২৫৭ রান।

 

 

নাসিরের অপরাজিত ১০৯ রানের পাশাপাশি অধিনায়ক মমিনুল হকও করেছেন অর্ধশত। ৭ বাউন্ডারিতে ৬১ রান নিয়ে সাজঘরে ফিরেন তিনি।

২৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ধারাবাহিক উইকেট হারাতে থাকে নেপাল।

দুর্দান্ত বোলিং করছেন যুবা টাইগাররা। রাহাতুল ফেরদৌস জাভেদ একাই শিকার করেছেন চারটি উইকেট।

তার পরেই আছেন আরেক বোলার সাইফউদ্দিন। তিনি নিয়েছেন তিনটি উইকেট।

দুটি উইকেট শিকার করেছেন আবুল হাসান।

৯ উইকেটে তারা ১৭৪ রানে আটকে যায়। ৮৩ রানের জয় পায় বাংলাদেশ।

 

Check Also

সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে আন্ত:থানা ক্রিকেট টুর্নামেন্ট।

স্টাফ রিপোটার: ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের ৫৪ বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।