ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:: বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে বাংলাদেশ ও স্বাগতিক শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি। ফলে ৩ ম্যাচের ওই সিরিজে বাংলাদেশ বর্তমানে ১-০ ব্যবধানেই এগিয়ে রয়েছে। আগামী ১ এপ্রিল কলম্বোতে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। ওই ম্যাচেই নির্ধারিত হবে সিরিজের ভাগ্য।
ডাম্বুলায় দিনরাতের এই ম্যাচে আগে ব্যাট করে ৪৯.৫ ওভার ব্যাট করে ৩১১ রানে অল আউট হয়েছিল শ্রীলঙ্কা। লঙ্কানদের ইনিংস শেষ হলেই নামে বৃষ্টি। তাসকিন আহমেদ শেষ ওভারে করেছিলেন হ্যাটট্রিক। তবে শ্রীলঙ্কায় ৩০০ রানের বেশি তাড়া করে জেতার রেকর্ড নেই বলে খুশিতেই ছিল লঙ্কানরা। কিন্তু তাদের সব আনন্দে বৃষ্টির পানিতে ভেসে গেল। জেতার আশা করতেই পারতো। হতে পারতো কার্টেল ওভারের ম্যাচ। কিন্তু বৃষ্টি সেই অনুমতি না দেওয়ায় রনগিরি মাঠের ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয় অনেক দেখার পর। এই ম্যাচের কোনো রিজার্ভ ডে নেই। তাই তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচ জয়ের সুবাদে ১-০ তে এগিয়েই থাকল বাংলাদেশ। ১ এপ্রিল সিরিজের শেষ ম্যাচ। সিরিজ হার এড়াতে ওটাই স্বাগতিকদে শেষ ভরসা।
তবে এই ম্যাচে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি হয়ে থাকল তাসকিন আহমেদের হ্যাটট্রিক। বাংলাদেশের মাত্র পঞ্চম বোলার হিসেবে হ্যাটট্রিক করেছেন ২১ বছরের ফাস্ট বোলার। আর শ্রীলঙ্কার পাওয়া বলতে কুশল মেন্ডিসের সেঞ্চুরি।
ডাম্বুলার রঙ্গিরি আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচের শুরুতে মাশরাফির করা প্রথম ওভারে ৯ রান নেয় শ্রীলঙ্কা। দ্বিতীয় ওভারে এসে মিরাজ মাত্র ৩ রান দেন। আর তৃতীয় ওভারের তৃতীয় বলেই মাশরাফি তুলে নেন ধানুস্কা গুনাথিলাকার উইকেটটি। গুনাথিলাকা ১১ বলে ১টি চারের মারে ৯ রান করেন।
তবে এরপর উপল থারঙ্গা ও কুশাল মেন্ডিস জুটি গড়ে তোলেন। বেশ সতর্কভাবে খেলেই স্কোরবোর্ডে রান জমা করতে থাকে এ জুটি। তাদের জুটিতে ভর করেই শ্রীলঙ্কা দলীয় স্কোর ১০০ পার করে।
মাহমুদউল্লাহ রিয়াদের দুরন্ত থ্রোতে থারাঙ্গা রান আউটের শিকার হলে অবশেষে অপ্রতিরোধ্য হয়ে উঠা এ জুটি ভাঙে। আউট হওয়ার আগে থারাঙ্গা ৯টি চারের মারে তুলে নিয়েছেন নিজের ক্যারিয়ারের ৩১তম হাফসেঞ্চুরি। ৭৫ বলে ৬৫ রান করেন তিনি। আর এ জুটি থেকে দলে রান এসেছে ১১১টি।
দলপতির বিদায়ের পর মেন্ডিসের সঙ্গে যোগ দেন দিনেশ চান্দিমালকে। চান্দিমাল দেখশুনে খেললেও মেন্ডিস ঝড়ো গতিতে তুলে নিয়েছেন নিজের ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি।
দলীয় ২১২ রানে চান্দিমালকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন মুস্তাফিজ। শ্রীলঙ্কা রিভিউ নিলেও আম্পায়ারের সিদ্ধান্তই বহাল থাকে। আউট হওয়ার আগে চান্দিমালের সংগ্রহ ২৪ রান। স্কোরবোর্ডে আর ৪ রান যোগ হতেই সাজঘরে ফিরেছেন সেঞ্চুরিয়ান মেন্ডিসও। তাসকিন নিজের বলে নিজেই দুরন্তভাবে ক্যাচ ধরে ফিরিয়েছেন হুমকি হয়ে উঠা মেন্ডিসকে। ৯টি চার ও ১টি ছয়ের মারে ১০২ রান করেন মেন্ডিস।
এছাড়া মিলিন্দা সিরিবর্দানের ৩০ ও আসেলা গুনারতেœর ৩৯ রানের দুর্দান্ত ইনিংসও দলীয় স্কোরে অবদান রেখেছে।
বাংলাদেশের হয়ে হ্যাটট্রিক করেছেন তাসকিন। তিনি একাই তুলে নিয়েছেন ৪টি উইকেট। এছাড়া ১টি করে উইকেট পেয়েছেন মাশরাফি, মিরাজ, মুস্তাফিজ ও তাসকিন। বাকি তিনটি রান আউট হয়েছে।
এর আগে বাংলাদেশ-শ্রীলঙ্কার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় বিকাল ৩টায় ডাম্বুলার রঙ্গিরি আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামে মাশরাফিরা।
বাংলাদেশের ১৫ সদস্যের ওয়ানডে স্কোয়াড : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল-হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কার ১৫ সদস্যের ওয়ানডে স্কোয়াড : ধানুস্কা গুনাথিলাকা, আসেলা গুনারতেœ, দিনেশ চান্দিমাল, উপল থারাঙ্গা, কুশাল মেন্ডিস, মিলিন্দা সিরিবর্দানা, সচিথ পাথিরানা, থিসেরা পেরেরা, সুরাঙ্গা লাকমাল, লক্ষণ সান্দাকান, লাহিরু কুমারা।
Check Also
সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে আন্ত:থানা ক্রিকেট টুর্নামেন্ট।
স্টাফ রিপোটার: ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের ৫৪ বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে …