ক্রাইমবার্তা রিপোট:জিয়ারুল ইসলামঃ- ভূমি অফিসের সেবাগুলো আরো সহজ করতে। অফিসে আসা জনসাধারনের সাথে ভাই ও বন্ধুর মত আচরন করে তাদের কাছে সহজ শর্তে সরকারী সেবাগুলো পৌছে দিতে হবে। মঙ্গলবার সকালে মিরপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কুষ্টিয়া জেলা রাজস্ব কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ জহির রায়হান এসব কথা বলেন। তিনি আরো বলেন, ভ’মি অফিসের আশেপাশে দালাল চক্রের আনাগোনা নিয়ন্ত্রন করতে হবে। কোন গ্রাহক যেন দালাল দ্বারা প্রতারিত না হয় সেদিকে বিশেষ নজর দিতে হবে।
সভায় ভ’মি সংক্রান্ত সার্বিক চিত্র তুলে ধরেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আবু হেনা মোহাম্মদ মোস্তফা কামাল, মিরপুর উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান, কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার ইবাদত হোসেন,দৌলতপুর উপজেলা নির্বাহী অফসার তৌফিকুর রহমান, খোকসা উপজেলা নির্বাহী অফিসার সেলিনা বানু, কুমারখালি উপজেলা নির্বাহী অফিসার সাহেলা খাতুন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সিহাব রায়হান, মিরপুর উপজেলা সহকারী কমিশনার ভ’মি সুবর্না রানী সাহা। এসময় সকল উপজেলা সহকারী কমিশনার ভ’মিগনসহ উপজেলার ভ’মি অফিসের কর্মকর্তাবৃন্দ, উপজেলা কৃষি অফিসার রমেশ চন্দ্র ঘোষ, জেলা ও উপজেলার বিভিন্ন সরকারী দফতরের কর্মচারী কর্মকর্তাবৃন্দ,সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
Check Also
আশাশুনির প্রতাপনগরে ৫ আগস্ট বন্দুকের গুলিতে নিহত ৩ শহীদের অভিভাবকদের সংবাদ সম্মেলন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। গত ৫ আগষ্ট-২০২৪ আশাশুনি উপজেলার প্রতাপনগরে আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান …