ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক:আরব সঙ্গীতের শ্রোতাদের কাছে হাইফা ওয়াহবির নামটি খুব জনপ্রিয়। হাইফা ওয়াহবি ১৬ বছর বয়সে দক্ষিণ লেবাননের শ্রেষ্ঠ সুন্দরীর তালিকায় নাম লেখান। লেবাননে হাইফার গানের সাথে রূপেরও জনপ্রিয়তা অনেক। বর্তমানে ৪০ বছরের বেশি সুন্দরী তালিকায় নাম লেখিয়ে ভক্তদের আরো একটি উল্লাসের খবর দিলেন।
২০১৭ সালেন বিশ্ব সুন্দরীর তালিকা অনুযায়ী, ৪১ বছর বয়সী আরবীয় পপ গাইকা ১০ ম স্থানে রয়েছেন। তার সঙ্গে আরো বিশ্ব তারকা যেমন জেনিফার লোপেজ, এনজেলিনা জোলিসহ অনেকে রয়েছে।
হাইফাকে বিশ্বের শ্রেষ্ঠ সুন্দরীদের মধ্যে একজন বলে ইন্সট্রাগ্রাম পেইজে জানান আলি কারাবি। এছাড়াও ২০০৬ সালে পিপল ম্যাগাজিনের ৫০জন সুন্দরীর তালিকায় ছিলেন হাইফা। শ্রেষ্ঠ ১০ সুন্দরীর তালিকায় লেবনানের আরো একজন সুন্দরী মোনা আউ হামজ এর নাম উল্লেখ রয়েছে। লেবাননের টিভি রিপোর্টার, পপ তারকা মোনা আউ হামজ তার জ্ঞান, সৌন্দর্য্য ও মার্জিত ব্যবহারের জন্য পরিচিতি লাভ করেন।
মধ্যপ্রাচ্যের একটি পত্রিকার প্রতিবেদনে বলা হয়, মোনা মুসলিম শ্রেষ্ঠ সুন্দরীর মধ্যে একজন হওয়ার কারণে তাকে আরবের ১০০ জন শক্তিশালী নারীর মধ্যে একজন হিসেবে ধরা হয়। আরব নিউজ,
Check Also
‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’
টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …