ক্রাইমবার্তা রিপোট:অধিনায়ক উপল থারাঙ্গা আর কুশল মেন্ডিসের শতরানের জুটিতে বড় সংগ্রহের পথে যাচ্ছিল শ্রীলঙ্কা। কিন্তু ২৫তম ওভারে রান আউট হলেন অধিনায়ক থারাঙ্গা। ৭৬ বলে ৬৫ করেন তিনি। দ্বিতীয় উইকেটে এ জুটি এরই মধ্যে ১১১ রান তুলে । ২৪ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ছিল ১ উইকেটে ১২০। থারাঙ্গা পেরিয়ে গেছেন ৫০ রানের গন্ডি। ৬৩ বলে ৫০ করেন মেন্ডিস। ২৫ ওভার শেষে সংগ্রহ ১৪০/২।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতেছিল শ্রীলঙ্কা। অধিনায়ক উপল থারাঙ্গা বাংলাদেশ আগে ব্যাটিংয়ে পাঠান। ওই ম্যাচ স্বাগতিক শ্রীলঙ্কা হারে ৯০ রানে।
ডাম্বুলার দ্বিতীয় ওয়ানডেতেও টস জিতলা লঙ্কানরা। তবে এবার তারা আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলো। এটি আবার লঙ্কান অধিনায়ক থারাঙ্গার ২০০তম ওয়ানডে। সিরিজে ঘুরে দাঁড়ানোর জন্য শ্রীলঙ্কা দলে তিনটি পরিবর্তন এসেছে। অন্যদিকে সিরিজ নির্ধারনী ম্যাচে আগের একাদশ নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ।
শ্রীলঙ্কার ইনিংসের শুরুতেই আঘাত হানেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দলীয় ১৮ রানে ব্যক্তিগত ৯ রানে দানুসকা গুনাতিলাকাকে ফেরান তিনি। তবে এরপর ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল. সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
Check Also
‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’
টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …