ক্রাইমবার্তা রিপোট: সিলেটের শিববাড়ি এলাকার আতিয়া মহল ও এর আশপাশের নিরাপত্তা মহানগর পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। মঙ্গলবার বেলা ৩টার দিকে পুলিশের কাছে তা হস্তান্তর করা হয়। এর আগে গত শনিবার আতিয়া মহল ও এর আশপাশের এলাকার নিরাপত্তার দায়িত্ব নিয়েছিল সেনাবাহিনী।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এস এম রোকনউদ্দিন সন্ধ্যা পৌনে ছয়টার দিকে বলেন, পুলিশ এখন আতিয়া মহল ভবনটি বুঝে নিয়েছে।
ওসি খায়রুল ফজল বলেন, আতিয়া ভবনের আশপাশের বসানো সেনাবাহিনীর বিভিন্ন যন্ত্রপাতি এরই মধ্যে সরাতে শুরু করেছেন বাহিনীর সদস্যরা। আতিয়া মহলের ভেতরে পড়ে থাকা দুই জঙ্গির লাশ থেকে নমুনা সংগ্রহ করেছে সিআইডির ফরেনসিক ইনভেস্টিগেশন ইউনিট।
এর আগে বিকেল পৌনে ৫টার দিকে সর্বশেষ আতিয়া মহল থেকে বোমা নিষ্ক্রিয় করার শব্দ শোনা যায়।
এদিকে, আতিয়া মহলে পরিচালিত সেনাবাহিনীর অভিযান ‘অপারেশন টোয়াইলাইট’ নিয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় জালালাবাদ ক্যান্টনমেন্টের ১৭ পদাতিক ডিভিশনে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং করার কথা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)।
Check Also
ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত : ডা. শফিকুর রহমান
ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির …