ক্রাইমবার্তা রিপোট:মুক্তিপনের দাবীতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বৈকেরী খাল থেকে তিন জেলেকে অপহরন করেছে বনদস্যু জনাব বাহিনীর সদস্যরা। তিন লাখ টাকা মুক্তিপনের দাবিতে মঙ্গলবার ভোরে আপন তিন সহোদরকে অপহরন করা হয়। অপহৃত জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার মীরগাং গ্রামের মৃত আজি বকসো গাইনের ছেলে যথাক্রমে আকবর গাইন , আব্বাস গাইন ও রাশেদুল গাইন। ফিরে আসা জেলে পাশ্বেখালী গ্রামের মৃত আজিম উদ্দীনের ছেলে রমজান আলী ও দাদন ব্যবসায়ী হাজী আব্দুর রহমান জানান, কৈখালী বন অফিস থেকে অনুমতি নিয়ে সুন্দবনের ভিতরে মাছ ধরতে যান উক্ত তিন সহোদর। ভোরে তিন লাখ টাকা মুক্তিপনের দাবীতে সুন্দবনের বৈকেরী খাল থেকে তাদের অপহরণ করে বনদস্যু জনাব বাহিনীর সদস্যরা। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন-সংরক্ষক মাকছুদুল আলম জানান, জেলে অপহরনের বিষয়টি আমাদেরকে তেমনভাবে জানানো হয়না। বনদস্যুদের ভয়ভীতির কারনে তাদের পরিবারের পক্ষ থেকে তারা আমাদের কিছু জানাননা। তিনি আরো জানান, অপহৃতদের পরিবারের পক্ষ থেকে আমাদের জানানো হলে আমরা সাথে সাথেই ব্যবস্থা নিতে পারি। এ ব্যাপারে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, অপহৃতদের পরিবারের পক্ষ থানায় এখনও পর্যন্ত কেউ কোন অভিযোগ দেননি। অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …