হিন্দু রাষ্ট্র গড়তে সঙ্ঘ প্রধানকে ভারতের রাষ্ট্রপতি!

ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক :ভারতের পরবর্তী রাষ্ট্রপতি পদে সঙ্ঘ চালক মোহন ভগবতের নাম বিজেপিকে ভেবে দেখার আর্জি জানিয়েছে দেশটির ক্ষমতাসীন এনডিএ-র অন্যতম জোট সঙ্গী শিবসেনা৷ সোমবার শিবসেনা এমপি সঞ্জয় রাওয়াত জানিয়েছেন যে, যদি হিন্দু রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখতে হয় তবে মোহন ভগবতের নাম রাষ্ট্রপতি হিসেবে বিজেপির বিবেচনা করা উচিত

ভারতের শাসকের ভূমিকায় রয়েছে বিজেপি৷ এই দলের মূল স্বপ্ন দেশকে হিন্দু রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা৷ এই স্বপ্নের সূত্র ধরেই এনডিএ গোষ্ঠীর সদস্য শিবসেনা প্রস্তাব দিয়েছেন, মোহন ভগবতকে দেশের রাষ্ট্রপতি হিসেবে একবার সুযোগ দেয়া উচিত৷ তাহলেই দেশটি হিন্দু রাষ্ট্র হিসেবে স্বীকৃত দেয়া যাবে৷শিবসেনা এমপি এবং ‘সামনা’ সংবাদপত্রের সম্পাদক সঞ্জয় রাওয়াত সোমবার এমনটাই জানিয়েছেন৷

এই শিবসেনা এমপি আরো জানিয়েছেন যে, মোহন ভগবতকে রাষ্ট্রপতি নির্বাচন করার বিষয়টি তাদের দলীয় বৈঠকে নিজে আলোচনা করেছেন সভাপতি উদ্বোভ ঠাকরে৷ রাওয়াতের কথায়, ঠাকরে জানিয়েছেন যে হিন্দুত্ববাদের প্রতীক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের প্রধানমন্ত্রী ও সম্প্রতি উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী হয়েছেন যোগী আদিত্যনাথ৷ সূত্রের খবর, ফলে রাষ্ট্রপতি পদেও মোহন ভগবতই যোগ্য নির্বাচন হবে বলে উঠে এসেছে শিবসেনার বৈঠকে৷

 

Check Also

গাজায় আরও ৭৭ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন।এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।