ক্রাইমবার্তা রিপোট:: অচিরেই ফরিদপুরকে বিভাগ করা হবে বলে ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকেলে ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দিতে গিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, গোপালগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর নিয়ে পৃথক বিভাগের পরিকল্পনা রয়েছে এবং তা অচিরেই বাস্তবায়ন করা হবে।
নিজের বক্তব্যে ফরিদপুরবাসীকে বঞ্চিত ও অবহেলিত আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ফরিদপুরবাসী বঞ্চিত ও অবহেলিত। আমি ফরিদপুরবাসীর জন্য আজ অনেক উপহার নিয়ে এসেছি। এ সময় প্রধানমন্ত্রী একে একে বুধবার ফরিদপুরে উদ্বোধন করা ১৯টি প্রকল্পের কথা উল্লেখ করেন। এছাড়া আরও বেশ কিছু প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন অচিরেই এগুলো বাস্তবায়ন করা হবে।
Check Also
ঢাকা প্রসঙ্গে বদলাতে পারে ভারতের পররাষ্ট্রনীতি
পাঁচ দশকের বিরতির পর গত মাসে বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামে একটি পাকিস্তানি পণ্যবাহী জাহাজ ডক …