সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনে বিমান বাহিনীও চাইবো : নজরুল ইসলাম খান

ক্রাইমবার্তা রিপোট:: কুমিল্লার দক্ষিণ অঞ্চলে ভোট চুরির নীলনকশা একেঁছে ক্ষমতাসীন দল, তারা চায় ভোট চুরি করে জয়ী হতে, ভোট চুরি করে জয়ী হওয়ার মধ্যে কোন গৌরব নেই, বিএনপি সবসময়ই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি করে আসছে, কিন্তু দেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দিতে ব্যর্থ হচ্ছে সরকার। নির্বাচন কমিশন আমাকে আশ্বাস দিয়েছেন, কুসিক নির্বাচন অবাধ, নিরপেক্ষ করার জন্য কমিশন যা যা করার করবে, এতে চেষ্টার কোন ক্রুটি করবেন না। বুধবার দুপুর সাড়ে ১২টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।17
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করে বলেন, কুমিল্লায় আমাদের এজেন্ড ও তাদের পরিবারকে ভয়ভীতি, মারধর, প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে, আমাদের এজেন্ডরা কেন্দ্রে যাওয়া নিয়ে শংকায় আছে, সেখানে কিভাবে সুষ্ঠু নির্বাচন হবে এখন প্রশ্ন। ক্ষমতাসীনদের এ নির্বাচন ইজ্জতের ব্যাপার, তারা যেকোন ভাবে জোর জবরদস্তি করে এ নির্বাচনে জয়ী হতে চায়, তাই তারা ভোট চুরিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।
সেনাবাহিনী মোতায়েন প্রসঙ্গে সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, নির্বাচন অবাধ সুষ্ঠুর জন্য সেনাবাহিনী কেন প্রয়োজনে বিমান বাহিনীও দেয়ার দাবি জানাবো। কুমিল্লার মানুষ শান্তিপূর্ণ একটি সিটি নির্বাচন চায়, অবাধ, সুষ্ঠু নির্বাচন দেয়া ইসি’র জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইসি আমাকে বলেছে, ওই নির্বাচনে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়ন করা হয়েছে, একজন বিগ্রেডিয়ারও থাকবে তিনি সার্বক্ষনিক নির্বাচন পর্যবেক্ষণ করবেন।

Check Also

সাতক্ষীরা পৌর ৪ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীরের শপথ

মাসুদ রানা, সাতক্ষীরা: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার পৌর ৪ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।