ভারত সফর সামনে রেখে জঙ্গি ইস্যু তৈরি করছে সরকার : মোশাররফ

ক্রাইমবার্তা রিপোট:বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘দেশের বিভিন্ন এলাকায় একের পর এক জঙ্গিবাদের ইস্যু তৈরি করছে প্রধানমন্ত্রী নিজেই। তিনি ভারত সফরকে সামনে রেখে দেশে জঙ্গিবাদের ইস্যু তৈরি করছেন। আর এটাই এখন জনগণের মনে সন্দেহের সৃষ্টি করছে।’

ফাইল ছবি 

 

আজ বুধবার দুপুরে রাজধানীর কচি কাঁচা ভবন মিলনায়তনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রর্দশনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

ড. খন্দকার মোশাররফ বলেন, ‘রাজধানীর গুলশানে হোলি আর্টিজানে জঙ্গি হামলার পর প্রধানমন্ত্রী ও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আমরা জঙ্গি নির্মূল করতে সক্ষম হয়েছি। এখন প্রশ্ন থেকে যাচ্ছে, তাহলে সম্প্রতি দেশে জঙ্গিবাদের একটি ঘটনা শেষ হতে না হতেই আরেকটি ঘটনা কিভাবে শুরু হচ্ছে? সরকারের এতো গোয়েন্দা বাহিনী আছে, এত শক্তি আছে তাহলে আবার কি করে জঙ্গিবাদের ঘটনা ঘটছে। এর সঠিক কারণ দেশের জনগণ জানতে চায়। শুধু তাই নয়, জনগণ বলাবলি শুরু করেছে যে, ভারত সফরকে সামনে রেখে প্রধানমন্ত্রী এগুলো করছেন কি-না অনেকে আজকে সন্দেহের চোখে দেখছে।’

ভারত-বাংলাদেশ প্রতিরক্ষা চুক্তি প্রসঙ্গে সাবেক এই মন্ত্রী বলেন, ‘ভারত বাংলাদেশের বন্ধুপ্রতীম দেশ। বাংলাদেশের তিন দিক থেকেই তারা আমাদের প্রতিবেশী। তাহলে আমাদের প্রতিরক্ষা হুমকির সম্মুখীন হয়ে পড়েছে কোন দিক থেকে যা প্রধানমন্ত্রী এখনো অবহিত করেননি। প্রতিরক্ষা হুমকি কোন দিক থেকে আছে তা দেশের জনগণ জানে না। তাছাড়া আমাদের যদি স্বাধীন সার্বভৌম হিসেবে নিজেদের রক্ষা করার সামর্থ্য থাকে তাহলে অন্য দেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করা কিসের প্রয়োজন?’

সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েলের সঞ্চালনায় সভাপতি শফিউল বারী বাবুর সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ফিরোজ প্রমুখ।

 

Check Also

অন্তর্বর্তীকালীন সরকারই তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে : অ্যাটর্নি জেনারেল

র্তমান অন্তর্বর্তীকালীন সরকারই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।