ক্রাইমবার্তা রিপোট:মৌলভীবাজারের নাসিরপুরের জঙ্গি আস্তানা ঘিরে পরিচালিত অপারেশন হিটব্যাক সমাপ্ত ঘোষণা করা হয়েছে। এ অভিযানে সাত থেকে আটজন নিহত হয়েছে বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে ঘটনাস্থলের পাশে সংবাদ সম্মেলনে তিনি অভিযানের বিষয় সংবাদ মাধ্যমকে অবহিত করেন।
বুধবার ভোর থেকে চলা ওই অভিযানে ওই দিন বিকেল থেকে অংশ নেয় সোয়াত। রাতে বিরতি দিয়ে আজ সকালে আবার অভিয়ান শুরু হয়।
মনিরুল বলেন, পুলিশের ধারণা বুধবার অভিযান শুরুর সময়েই যে বিস্ফোরণ হয়েছিল তাতেই জঙ্গিদের মৃত্যু হয়। সেখানে সাত থেকে আটজনের লাশ আছে। তাদের মধ্যে নারী, পুরুষ এবং দু’একজন অপরিণত বয়সেরও ছিল। বিস্ফোরণে তাদের শরীর ছিন্নভিন্ন হয়ে যাওয়ায় ঠিক কতো জন ছিল তা সঠিক বলা যাচ্ছে না। শরীরের অংশ মিলিয়ে তা বলা যাবে।