বিদ্রোহ করলে বহিষ্কার করা হবে : ওবায়দুল কাদের

ক্রাইমবার্তা রিপোট:অভ্যন্তরীণ কলহ ও কোন্দল করে দলের অনিবার্য বিজয় যারা নস্যাত করবে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 

তিনি বলেন, ‘যারা দলের নিশ্চিত জয়কে বাধাগ্রস্থ করার চেষ্টা করবে তাদেরকে কোন ধরনের ছাড় দেয়া হবে না। দলীয় প্রার্থীর বিরুদ্ধে কেউ বিদ্রোহ করলে তাকে সাথে সাথে দল থেকে বহিষ্কার করা হবে।’

আজ বৃহস্পতিবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের মাঠে এই সম্মেলনের উদ্বোধনী অধিবেশনের আয়োজন করা হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম সিরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্থ করতে একটি মহল ‘জঙ্গিবাদ’কে পৃষ্টপোষকতা করছে। কিন্তু তারা কোনভাবে সফল হবে না। ‘জঙ্গিবাদ’ দিয়ে শেখ হাসিনার সরকারের পতন ঘটানো যাবে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি এই ‘জঙ্গি’দের মদদ দিচ্ছে। পৃষ্ঠপোষকতা করছে। তাদের এতটা আস্কারা পাওয়ার কথা ছিল না। সরকারকে হটাতে ‘জঙ্গি’দের সাথে আন্তর্জাতিক সম্প্রদায়ও যুক্ত থাকতে পারে। তবে জনগণকে সাথে নিয়ে সরকার সব ষড়যন্ত্র মোকাবিলা করতে সক্ষম হবে।

তিনি বলেন, ছাত্রলীগের নাম করে টেন্ডারবাজি, চাঁদাবাজি, প্রক্যাশ্যে লড়াই করলে কষ্ট লাগে। নিয়ম মেনে সংগঠন করতে হবে। কোনো পকেট কমিটি যাতে না হয় সেদিক বিবেচনায় রেখে কমিটি করতে নেতাকর্মীদের নির্দেশ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

 

Check Also

প্রত্যেকটা অফিসের কেরানি পর্যন্ত ফ্যাসিবাদের দোসর : আসিফ মাহমুদ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।